‘পাঠান’ (Pathaan) নিয়ে চলতে থাকা বিতর্ক যেন কিছুতেই থামতে চাইছে না। রিলিজের দিন যত এগোচ্ছে ততই প্রবল হচ্ছে বিতর্কও। ‘বেশরম রঙ’ গানে দীপিকা পাড়ুকোনের গেরুয়া বিকিনি পরে নাচার পর থেকে যে বিতর্ক শুরু হয়েছিল, সময়ের সঙ্গে তা যেন আরও বেড়েছে। সম্প্রতি আবার ‘কিং খান’এর (Shah Rukh Khan) বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিয়েছেন মুসলিম দর্শকরাও।
সম্প্রতি আহমেদাবাদের একটি শপিং মলের মাল্টিপ্লেক্সে ‘পাঠান’এর হোর্ডিং, পোস্টার ছিঁড়ে দেওয়া হয়েছে। সেই সঙ্গেই চলেছে ভাঙচুরও। সেই রেশ কাটতে না কাটতেই এবার ‘কিং খান’এর বিরুদ্ধে কড়া ভাষায় ক্ষোভ উগড়ে দিলেন দর্শকদের একাংশ। ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন বি টাউনের বিতর্কিত চলচ্চিত্র সমালোচক কেআরকে (KRK)।
বলিউডের এই স্বঘোষিত সমালোচক এমন একজন ব্যক্তিত্ব যিনি কখনও কখনও শাহরুখের সমর্থক হয়ে যান, কখনও আবার বিরোধী। কয়েকদিন আগে পর্যন্ত ‘পাঠান’ নিয়ে একাধিক নেতিবাচক টুইট করছিলেন তিনি। এখন আবার মুসলিম দর্শকদের মুখে ‘কিং খান’এর নিন্দা শুনে খারাপ লাগছে তাঁর।
শুক্রবার রাতে কেআরকে নিজের সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও শেয়ার করেন। ‘বয়কট পাঠান’ ট্রেন্ড নিয়ে একটি সংবাদমাধ্যমের সাক্ষাৎকারের অংশ সেই ভিডিও। সেখানে দেখা যাচ্ছে একজন ব্যক্তি শাহরুখের সম্বন্ধে বলছেন, ‘কার টাকায় হয়েছে? ১০ টাকার অউকাত ওনার। ঘণ্টার ‘কিং’ উনি। পাঠান বললেই পাঠান হয়ে গেলেন নাকি? কোনও ধর্মেই এই উলঙ্গপনা নেই। উনি নিজের মা-বোনকে কোলে বসিয়ে ছবি তুললে আমি মেনে নেব’।
কেআরকে এই ভিডিওটি শেয়ার করে টুইটারে লিখেছেন, ‘ক্যামেরার মধ্যে মানুষ যদি শাহরুখ খানকে এইভাবে অপমান করেন তাহলে সেটি একেবারেই উচিত নয়। আর সংবাদমাধ্যমের এই ধরণের বিষয় রেকর্ড করা উচিত নয়’। প্রসঙ্গত, দু’দিন আগে অবধিও যে ব্যক্তি শাহরুখ এবং ‘পাঠান’এর বিরুদ্ধে নেতিবাচক মন্তব্য করছিলেন, তাঁর থেকে এই বক্তব্য শুনে স্বাভাবিকভাবেই নেটিজেনদের একটি বড় অংশ বেশ অবাক হয়েছেন।
It’s totally unfair if people are abusing #SRK like this on camera. And media people should not record such language. pic.twitter.com/onYKg1BaxM
— KRK (@kamaalrkhan) January 6, 2023
জানিয়ে রাখি, শাহরুখ খান-দীপিকা পাড়ুকোন অভিনীত ‘পাঠান’ আগামী ২৫ জানুয়ারি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে। সিদ্ধার্থ আনন্দ পরিচালিত এই সিনেমার মাধ্যমেই দীর্ঘ ৪ বছর পর বড় পর্দায় নায়ক হিসেবে কামব্যাক করছেন ‘কিং খান’। অ্যাকশনে ভরপুর এই সিনেমায় ভিলেনের চরিত্রে অভিনয় করেছেন বলিউড অভিনেতা জন আব্রাহাম।