মেয়ের গায়ে হাত দিয়েছিল, ছিঁড়েখুঁড়ে খেয়েছিল একদল মানুষরূপী শকুন এবার তাদেরই উচিৎ শিক্ষা দিল বাবা। এতদিন পর্যন্ত কোনোও থ্রিলার উপন্যাসে বা রূপোলি পর্দায় দেখা মিলত এমন ঘটনার,কিন্তু এবার এই গল্প বাস্তবেই হয়ে উঠল সত্যি। মেয়ের সাথে হওয়া অপরাধের প্রতিশোধ নিল বাবা।
অন্ধ্রপ্রদেশের (Andhrapradesh) বিশাখাপত্তনমের এক বাসীন্দা নিজের মেয়ের ধর্ষকের পরিবারের ৬ জনকে খুন করল একই সাথে৷ জাট্টদা গ্রামের এই ভয়ঙ্কর ঘটনায় ইতিমধ্যেই থমথম করছে গোটা এলাকা। জানা যাচ্ছে, ওই এলাকারই এই ব্যক্তি ধর্ষণ করেছিল তার মেয়েকে। পুলিশের কাছে দায়ের করা হয়েছিল অভিযোগ, কিন্তু তাকে ধরা যায়নি।
এদিকে মেয়ের সাথে ঘটে যাওয়া অন্যায়ের কথা ভোলেনি বাবা। তাই বদলা নিতে ওই ব্যক্তি ঘটিয়ে ফেললেন ভয়ঙ্কর ঘটনা। নিজ হাতেই খুন করলেন ওই অভিযুক্তের পরিবারের ছয় সদস্যকে। যার মধ্যে দুটি শিশুও ছিল বলে জানা গিয়েছে। এক জনের বয়স ২ বছর এবং অন্য জনের বয়স মাত্র ৬ মাস।
ধর্ষকের স্ত্রী, দুই সন্তান, বাবা ও দুই মাসীকে প্রতিশোধ নিতে খুন করেন আপালরাজু নামে এক ব্যক্তি। খবর পেতেই পুলিশ গ্রেফতার করেছে ওই ব্যক্তিকে। তবে পুলিশের অনুমান যে, ধর্ষণ বাদেও তাদের পারিবারিক শত্রুতাও ছিল। বিবাদ ছিল সম্পতি নিয়েও।