ওটিটির (OTT) এই যুগে সিনেমার থেকে বেশি ওয়েব সিরিজ (Web Series) বেশি পছন্দ করেন দর্শকরা। নেটফ্লিক্স, অ্যামাজন প্রাইম থেকে শুরু করে সোনি লিভ, ডিজনি প্লাস হটস্টার- এই ওয়েব প্ল্যাটফর্মগুলি এখন সিনেপ্রেমী মানুষদের রোজনামচার জীবনের অংশ হয়ে উঠেছে। বলিউড (Bollywood) তারকারাও আস্তে আস্তে ওটিটির দিকে ঝুঁকতে শুরু করেছেন। আর হবে নাই কেন! এখন ওয়েব সিরিজের মাধ্যমে হলিউডকেও (Hollywood) টেক্কা দিচ্ছে ভারত। আজকের প্রতিবেদনে এমন ৫ হিন্দি সিরিজের (Hindi Web Series) নাম তুলে ধরা হল যা জনপ্রিয়তার নিরিখে হলিউডকেও টেক্কা দেয়।
মির্জাপুর (Mirzapur)- অ্যামাজন প্রাইমের ‘মির্জাপুর’র নাম তালিকায় সবার প্রথমে রয়েছে। পঙ্কজ ত্রিপাঠী, আলো ফজল, দিব্যেন্দু, বিক্রান্ত ম্যাসি অভিনীত এই সিরিজের জনপ্রিয়তা দর্শকমহলে দেখার মতো। এই সিরিজে অভিনয় করেই দেশের প্রায় প্রত্যেক ঘরে ঘরে পৌঁছে গিয়েছেন এই তারকারা। ‘মির্জাপুর’র প্রথম দুই সিজনের ব্লকবাস্টার জনপ্রিয়তার পর আপাতত তৃতীয় সিজনের অপেক্ষায় দিন গুনছেন দর্শকরা।
পঞ্চায়েত (Panchayat)- জনপ্রিয় ভারতীয় ওয়েব সিরিজের তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে ‘পঞ্চায়েত’র নাম। নীনা গুপ্ত, রঘুবীর যাদব, জীতেন্দ্র কুমার অভিনীত এই ওয়েব সিরিজের প্রথম দুই সিজন দারুণ পছন্দ হয়েছিল দর্শকদের। বিশেষত দ্বিতীয় সিজন প্রচণ্ড ইমোশনাল ছিল। এখন তৃতীয় সিজনের অপেক্ষায় দিন গুনছেন অনুরাগীরা।
অসুর (Asur)- ‘অসুর’ ছাড়া এই তালিকা কিছুতেই সম্পূর্ণ হতো না। সদ্য রিলিজ করেছে এই সিরিজের দ্বিতীয় সিজন। দীর্ঘ ৩ বছরের অপেক্ষা শেষে মুক্তি পেয়েছে ‘অসুর ২’। দর্শকদের দারুণ পছন্দ হয়েছে এই ওয়েব সিরিজ। অডিয়েন্সের মাথায় এখন একটাই প্রশ্ন ঘুরছে কে হবে আগামী কল্কি অবতার?
আরিয়া (Aarya)- বঙ্গ তনয়া সুস্মিতা সেন ‘আরিয়া’র হাত ধরে নিজের কেরিয়ারের দ্বিতীয় ইনিংস শুরু করেছেন। দর্শক তো বটেই, বিশেষজ্ঞদেরও দারুণ পছন্দ হয়েছে এই ওয়েব সিরিজ। ‘আরিয়া’য় তুখোড় অভিনয় করে সুস্মিতা ফের একবার প্রমাণ করে দিয়েছেন তিনি ঠিক কোন মাপের অভিনেত্রী।
দ্য ফ্যামিলি ম্যান (The Family Man)- মনোজ বাজপেয়ী অভিনীত ‘দ্য ফ্যামিলি ম্যান’র নামও এই তালিকায় রয়েছে। অ্যামাজন প্রাইমের এই সিরিজে মনোজ বাজপেয়ী ছাড়াও অভিনয় করেছেন সানি হিন্দুজা, প্রিয়ামণির মতো তারকারা।
‘দ্য ফ্যামিলি ম্যান’র প্রথম দুই সিজন দারুণ পছন্দ হয়েছিল দর্শকদের। দ্বিতীয় সিজনের শেষে আভসা মিলেছিল, আগামী সিজনের প্রেক্ষাপট হতে চলেছে কলকাতা। আপাতত তৃতীয় সিজনের অপেক্ষাতেই দিন গুনছেন অনুরাগীরা।