• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

‘আমার কি মরে যাওয়া উচিত?’ ৬০’র দোরগোড়ায় বিয়ে করে আক্ষেপ আশিষ বিদ্যার্থীর

Published on:

Asish Vidyarthi opened up after getting trolled massively for marrying 2nd time

সম্প্রতি সাত পাকে বাঁধা পড়েছেন বলিউডের (Bollywood) নামী অভিনেতা আশিস বিদ্যার্থী (Ashish Vidyarthi)। ৬০ বছরের দোরগোড়ায় এসে জীবনের নতুন ইনিংস শুরু করেছেন তিনি। তবে আশিসেরেই নতুনভাবে জীবন শুরু করাটাকে অনেকেই মেনে নিতে পারছেন না। যে কারণে দ্বিতীয় বিয়ের পর থেকেই একাধিক কটাক্ষ (Trolled) শুনতে হচ্ছে অভিনেতাকে।

৫৭ বছর বয়সে দ্বিতীয়বার বিবাহ বন্ধনে আবদ্ধ হন আশিস। অভিনেতার দ্বিতীয় স্ত্রীয়ের নাম রূপালি বড়ুয়া (Rupali Barua)। শহর কলকাতাতেই বসেছিল দু’জনের বিয়ের আসর। সেসব ছবি সামনে আসার পর থেকেই হাজারো প্রশ্ন ঘিরে ধরেছে আশিসকে। কেউ প্রশ্ন তুলেছেন অভিনেতার বয়স নিয়ে, কেউ আবার প্রথম স্ত্রীকে ছেড়ে দ্বিতীয় বিয়ে করার দিকে আঙুল তুলেছেন।

Ashish Vidyarthi marriage, Ashish Vidyarthi wedding, Ashish Vidyarthi and Rupali Barua

বিয়ের পর থেকে এত নেতিবাচকতা দেখে স্বাভাবিকভাবেই বেশ হতবাক হয়ে গিয়েছেন আশিস। সম্প্রতি এক সাক্ষাৎকারে এই নিয়ে মুখ খোলেন অভিনেতা। সদ্য বিবাহবন্ধনে আবদ্ধ হওয়া এই তারকা জানান, দ্বিতীয় বিয়ের পর থেকে অশান্তির শেষ নেই তাঁর জীবনে। কেউ তাঁকে ‘বুড়ো’ বলছেন, কেউ আবার বলছেন কুঁজোর শখ চিৎ হয়ে শোওয়ার। সব মিলিয়ে যেন ক্লান্ত হয়ে উঠেছেন অভিনেতা।

আশিস এই প্রসঙ্গে বলেন, ‘বৃদ্ধ হয়ে গিয়েছি বলে কি আমি বাঁধা পড়ে গিয়েছি? সবচেয়ে অবাক এটা লাগে যে আমাদের যারা বৃদ্ধ বলেন তাঁদের এমন মানসিকতা যে আমরা সবকিছুই নাকি একে অপরকে ছড়িয়ে দিই। আমাদের মধ্যে এমনিতেই একটা ভয় কাজ করে যে আমাদের বয়স বাড়ছে। শুধু নিজেদের বলি, তুমি বুড়ো হচ্ছো! এটা ওটা করতে নেই। এখন কি এতার অর্থ আমায় অসুখী অবস্থাতেই মরে যেতে হবে? কারোর যদি একটা মানুষের সান্নিধ্যের প্রয়োজন হয়, তাহলে কেন নয়?’

Ashish Vidyarthi, Ashish Vidyarthi interview

সম্প্রতি বিয়ে করলেও প্রায় দু’বছর আগে থেকেই রূপালির সঙ্গে সম্পর্কে ছিলেন আশিস। তবে এবার সম্পর্ককে আরও এক ধাপ এগিয়ে নিয়ে যান তাঁরা। আশিস-রূপালির এই বিশেষ দিনে তাঁদের পাশে ছিলেন পরিবারের বেশ কিছু কাছের মানুষ।

সমালোচকরা আশিসের দ্বিতীয় বিয়ে নিয়ে যতই প্রশ্ন তুলুক না কেন, পরিবারের সদস্য এবং কাছের মানুষরা কিছু তাঁর পাশেই রয়েছেন। সূত্রের খবর, অভিনেতার ছেলে অর্থর সম্মতি ছিল বাবার বিয়ের ব্যাপারে। এতকিছু সত্ত্বেও অভিনেতার ব্যক্তিগত জীবন নিয়ে কিন্তু সমানে কাটাছেঁড়া চলেই যাচ্ছে।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥