• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

প্রথম স্ত্রীর সাথে মনের মিল হচ্ছিল না! দ্বিতীয় বিয়ের পর অকপট আশীষ বিদ্যার্থী

Updated on:

Rajoshi Barua reaction to Ex Husband Asish Vidyarthi getting married for second time at the age of 60

সদ্য জামাইষষ্ঠীর দিনেই বিয়ের দ্বিতীয়বার বিয়ের পিঁড়িতে বসেছিলেন জনপ্রিয় বলিউড (Bollywood) অভিনেতা আশীষ বিদ্যার্থী (Ashish Vidyarthi)। এই বয়সেও বিয়ে করার সাহস দেখিয়ে পর্দার খলনায়ক অনেকের কাছেই হয়ে উঠেছেন হাসির পাত্র। ট্রোলিং করতেও ছাড়েননি অনেকে।

জামাইষষ্ঠীর দিনেই বাংলার জামাই আশীষের দ্বিতীয় বিয়ের ছবি দেখে অনেকে আবার ফুট কেটে বলেছিলেন এই বয়সেও অভিনেতার মনে রয়েছে রঙিন বসন্ত। প্রসঙ্গত পেশায় ফ্যাশন ডিজাইনার রূপালী বড়ুয়ার সাথে বিয়ের আগে আশীষ বিয়ে করেছিলেন বাংলার জনপ্রিয় অভিনেত্রী শকুন্তলা বড়ুয়ার মেয়ে রাজশি বড়ুয়ার সাথে।

Ashish Vidyarthi marriage, Ashish Vidyarthi wedding, Ashish Vidyarthi and Rupali Barua

সম্প্রতি সোশ্যাল মিডিয়া জুড়ে নানান কটাক্ষের মুখে পড়েছিলেন অভিনেতা। এদিন সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও আপলোড করে সকলের সমস্ত কটাক্ষের জবাব দিয়েছেন অভিনেতা। ‘অ্যান আপডেট অন মাই লাইফ’ ক্যাপশন দিয়ে এদিনের ভিডিও বার্তায় অভিনেতা জানিয়েছেন ‘আমরা প্রত্যেকেই আলাদা ভাবে জীবন যাপন করি। জীবনে এক এক জনের এক এক রকম চাহিদা।কিন্তু সবার ক্ষেত্রেই একটি জিনিস প্রয়োজন বা কমন, সেটি হল খুশি থাকা।’

অভিনেতার কথায় উঠে আসে তাঁর প্রাক্তন স্ত্রী রাজশি বড়ুয়ার প্রসঙ্গও। আশিস বলেন, ‘প্রায় ২২ বছর আগে আমার জীবনে পিলু অর্থাৎ রাজশী আসে। আমরা এতটা সময় একসঙ্গে বন্ধুর মতো,স্বামী-স্ত্রী হিসেবে অনেকটা পথ পার করেছি। এর মধ্যেই আমাদের জীবনে অর্থ (সন্তান) আসে, বড় হয়ে এখন কলেজে পড়ছে। কিন্তু ২২ বছর পর শেষ দু-আড়াই বছরে আমরা বুঝতে পারি ভবিষ্যত ভাবনা চিন্তায় আমাদের মধ্যে ফারাক তৈরি হয়েছে’।

বলিউড,Bollywood,আশীষ বিদ্যার্থী,Ashish Vidyarthi,দ্বিতীয় বিয়ে,Second Marriage,প্রথম স্ত্রী,First Wife,অজানা কথা,Unknown Fact

এরপরেই অভিনেতার সংযোজন ‘বুঝতে পারি আমাদের মধ্যে মনের মিল হচ্ছে না। মতভেদ আসছে। আমরা চেয়েছিলাম বরাবর নিজেদের জন্য খুশি থাকতে, অন্যদের জন্য বা অন্যদের দেখানোর জন্য নয়। তাতে আসলে খুশিতে নয় দুঃখেই বাঁচতাম। এর পরেই আমরা একমত হয়ে আলাদা ভাবে আগামীতে পথ চলার সিদ্ধান্ত নিই। এই বিষয়ে আমরা আমাদের প্রিয়জনদের সঙ্গে কথা বলি। আত্মীয়-পরিজনদের সঙ্গে কথা বলি। আমাদের পুত্র অর্থের সঙ্গেও আলোচনা করেই আলাদা রাস্তায় হাঁটার সিদ্ধান্ত নিই।’

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥