• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

বাস্তবে বিয়ের পিঁড়িতে ‘আশিকি ২’ জুটি, সাত পাকে বাঁধা পড়তে চলেছেন পলক-মিঠুন

পুজো শেষ হতেই হিমেল হওয়া বইতে শুরু হয়েছে, আর শীত মানেই বিয়ের মরশুম (Wedding Season)। প্রতিবছর শীতের সময় একেরপর এক তারকারা বিয়ের পিঁড়িতে বসতে থাকেন। গতবছরও একঝাঁক তারকারা সাত পাকে বাঁধা পড়েছিলেন শীতের মরশুমে। তাহলে এবছরেই বা ব্যতিক্রম হবে কেন? সম্প্রতি খবর মিলেছে এক তারকাজুটির বিয়ের। তবে এই দুই সেলেব ফিল্মি তারকা না হলেও সংগীতের জগতের (Music Universe) বিখ্যাত জুটি।

বলিউডের জনপ্রিয় গায়িকা পলক মুচ্ছ্বল (Palak Muchhal)। এবছর বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন গায়িকা। পাত্র মিঠুন শর্মা (Mithoon) ও সংগীত জগতেরই লোক। ইন্ডাস্ট্রির নামি সঙ্গীত পরিচালক মিঠুন। দুজনে একসাথে কাজও করেছিলেন সুপারহিট  ‘আশিকি ২’ ছবিতে। এবার একেঅপরের সাথে সাত জন্মের জন্য বাঁধা পড়তে চলেছেন সঙ্গীত জগতের এই দুই সেলেব।

   

Palak Muchhal Mithoon wedding

‘আশিকি ২’ ছবির ‘তুম হি হো’ গান আজও প্রেমিকদের বুকে ঝড় তুলে দেয়। আর ‘চাহুঁ ম‍্যায় ইয়া না’ গানটার কথাও না বলে থাকা যায় না। ২০১৩ সালে রিলিজ হওয়া ছবির এই গান যেন প্রতিটা প্রেমিক প্রেমিকার হৃদয় ছুঁয়ে গিয়েছিল। এমনকি আজও এই গানগুলো অনেকের প্লে লিস্টে প্রথম পছন্দ। এবার এই দুই শিল্পীর বিয়ের খবরে রীতিমত খুশি ভক্তরাও।

তাহলে কি প্রেম করেই বিয়ে করছেন দুজনে? এতদিন কি লুকিয়ে লুকিয়েই চলছিল প্রেম পর্ব? জানা যাচ্ছে, প্রেম নয় বরং দেখাশোনা করেই নাকি বিয়ের আয়োজন করা হচ্ছে। যদিও এই খবর বিশ্বাস করতে নারাজ নেটিজেনদের কিছু অংশ। তাহলে কবে হচ্ছে বিয়ে? এর উত্তরে জানা গিয়েছে আগামী মাসেই হচ্ছে পলক-মিঠুনের বিয়ের অনুষ্ঠান।

Palak Muchhal

ইতিমধ্যে বিয়ের তারিখও প্রকাশ্যে এসেছে। আগামী মাসের ৪ তারিখেই সাত পাকে বাঁধা পড়তে চলেছেন পলক-মিঠুন। যেহেতু বিয়ের মাত্র কয়েকদিন বাকি তাই জোর কদমে চলছে প্রস্তুতি পর্ব। আর বিয়ের খবর জানতে পেরে ভক্তরাও শুভেচ্ছায় ভরিয়েছেন উদয়কেই।

সাধারণত বি টাউনের বিয়ে মানেই বেশিরভাগ ক্ষেত্রে ডেস্টিনেশন ওয়েডিং হয়। তবে পলক-মিঠুনের বিয়ে ঠিক কোথাও হবে সেটা এই মুহূর্তে জানা যায়নি। তবে মুম্বাইতে বিয়ের পর রিসেপশনের পার্টি হচ্ছে যেটা জানা গিয়েছে। আর বলাবাহুল্য সেই পার্টিতে আমন্ত্রিত থাকবেন বিটাউনের এক ঝাঁক তারকারাও।