গানের জগতে জনপ্রিয় রিয়্যালিটি শো ‘সারেগামাপা’। এই সারেগামাপার দৌলত উত্তরবঙ্গের বুনিয়াদপুরের ছেলে স্নিগ্ধজিৎ ভৌমিক (Snigdhajit Bhowmik) আজ বেশ জনপ্রিয়। বিচারকের আসনে থাকা বিশাল দাদলানি, হিমেশ রেশমিয়া ও শঙ্কর মহাদেবন তো বটেই এবার স্নিগ্ধজিৎ এর গানে মুগ্ধ হলেন খোদ আশা পারেখ। সুতরাং বোঝাই যাচ্ছে বা বিজেতার ট্রফির দিকে বেশ খানিকটা এগিয়েই রয়েছে।
চ্যানেলের পক্ষ থেকে মাঝে মধ্যেই কিছু প্রোমো ভিডিও শেয়ার করা হয়ে থাকে। স্নিগ্ধজিৎ নিজেও নিজের দুর্দান্ত পারফর্মেন্সের ভিডিও নিজের সোশ্যাল মিডিয়াতে শেয়ার করে। সম্প্রতি বেশ কিছু ভিডিও শেয়ার হয়েছে সোশ্যাল মিডিয়াতে। যেখানে দেখা যাচ্ছে প্রায় পাঁচ দশক পুরুনো এক বিখ্যাত গান ‘ইয়ে শাম মাস্তানি’ গাইছে স্নিগ্ধজিৎ। যা শুনে মুগ্ধ হয়ে গিয়েছেন বিশেষ শোয়ের অতিথি আশা পারেখ।
১৯৭১ সালে মুক্তি পাওয়া ‘কটি পতঙ্গ’ ছবির গান ‘ইয়ে শাম মাস্তানি’। যেখানে রাজেশ খান্না ও আশা পারেখকে দেখা গিয়েছিল। এদিন পাঁচ দশক পুরোনো সেই গান নিজের গলায় দুর্দান্তভাবে শুনেছে স্নিগ্ধজিৎ। অবশ্য এখানেই শেষ নয়, এরপর আশা পারেখ ও শাম্মি কাপুরের জুটির একটি অতি জনপ্রিয় গান, ‘আজা আজা মেয় হুঁ প্যায়ার তেরা’ গেয়ে শুনিয়েছে সে।
এমন দুর্দান্ত দুটি গান শুনে উপস্থিত দর্শক, বিচারক থেকে শুরু করে সকলে মুগ্ধ হয়ে গিয়েছে। আশা পারেখ তাকে বলেন, প্রথমেই বলবো জিনাতজি স্নিগ্ধজিৎকে এই টুপি দিয়েছে। এরপরেই আরও দারুন গান করছো তুমি। আর তোমার নামের শেষে জিৎ রয়েছে তাই তুমি জেতার ট্রফির অনেকটা কাছে পৌঁছে গিয়েছ বলে যেতে পারে।
প্রসঙ্গত, সারেগামাপা এর এই সিজেনের চর্চিত প্রতিযোগীদের মধ্যে অন্যতম হয়ে উঠেছেন স্নিগ্ধজিৎ। খুবই দরিদ্র ঘর থেকে উঠে এসেছে সে। বাবা মানসিকভাবে অসুস্থ হওয়ার জন্য তাকে ছোট বেলায় অনেক কুকথা শুনতে হয়েছে। তবে সেই সব নিন্দুকদের মুখে ইতিমধ্যেই ঝামা ঘষে দিয়েছে সে। এখন অপেক্ষা শুধু ফাইনালের আর দেখার যে বিজেতার ট্রফি কার হাতে ওঠে।