• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

ভাইজানকে সহ্য হচ্ছেনা! সলমনের ছবি অন্তিম মুক্তি পেতেই ফের বয়কটের ডাকে সরব নেটিজেনরা

বলিউডের ভাইজান সালমান খান (Salman Khan) নামটা সকলের কাছেই অতিপরিচিত। সম্প্রতি অভিনেতার নতুন ছবি ‘অন্তিম : দ্য ফাইনাল ট্রুথ (Antim : The Final Truth)’ রিলিজ হয়েছে। এই ছবিতে পরিচালক মহেশ মঞ্জেরেকারের (Mahesh Manjrekar) হাত ধরে রুপোলি পর্দায় প্রথমবার সালমান খানের (Salman Khan) সাথে জুটি বাঁধলেন তার ভগ্নিপতি আয়ুষ শর্মা (Aayush Sharma)।

এই সিনেমায় দুর্দান্ত অ্যাকশন সিনে একেবারে নতুন অবতারে দেখা যাবে আয়ুষকে। উল্লেখ্য এই ছবিতে সলমন খান, আয়ুষ শর্মার মতো অভিনেতারা ছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করবেন প্রজ্ঞা জয়সওয়াল, মহিমা মাকওয়ানও। এছাড়াও ছবির একটি গানে বিশেষ চরিত্রে দেখা যাবে বরুণ ধাওয়ানকেও।

   

Salman Khan, Boycott Antim trending on twitter, Salman Khan and Aayush Sharma, Antim: The Final Truth, Salman Khan trending on twitter, Salman Khan Antim Boycott, सलमान खान, अंतिम: द फाइनल ट्रुथ, बॉयकॉट अंतिम, सलमान अंतिम बॉयकॉट

Salman Khan, Boycott Antim trending on twitter, Salman Khan and Aayush Sharma, Antim: The Final Truth, Salman Khan trending on twitter, Salman Khan Antim Boycott, सलमान खान, अंतिम: द फाइनल ट्रुथ, बॉयकॉट अंतिम, सलमान अंतिम बॉयकॉट

তবে সলমনের সিনেমা মানেই নেটিজেনদের একাংশের গা জ্বলা শুরু হয়ে যায়। এই ছবির ক্ষেত্রেও তার অন্যথা হয়নি। সলমনের ছবি অন্তিম মুক্তি পাওয়ার পরেও সোশ্যাল মিডিয়ায় উঠেছে বয়কটের ডাক। ইতিমধ্যেই ট্যুইটারের বিভিন্ন পেজে সলমন এবং তার সদ্য মুক্তিপ্রাপ্ত ছবি অন্তিমকে নিশানা করে ধেয়ে এসেছে একেরপর এক বয়কটের দাবি। পাশাপাশি, তারা গোটা বলিউড ইন্ডাস্ট্রিকেই নোংরা বলে দাগিয়ে দিয়েছেন।

salman khan,antim the final truth,bollywood,boycott,সালমান খান,অন্তিম দ্য ফাইনাল ট্রুথ,বলিউড,বয়কট

সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর বিচার ফের মাথাচাড়া দিয়ে উঠেছে। আর সেই ঘটনার প্রসঙ্গ ধরেই তারা ভাইজানের ছবির দিক থেকে মুখ ফিরিয়েছে। কিছুদিন আগেই সালমান খানের আরও একটি ছবি রিলিজ হয়েছিল। প্যানন্ডেমিকের জন্য দীর্ঘদিন আটকে থাকার পর শেষমেশ বহু প্রতীক্ষিত ছবি ‘রাধে (Radhe)’ অনলাইনে মুক্তি পেয়েছিল। ছবিতে সালমান খানের বিপরীতে সুন্দরী অভিনেত্রী দিশা পাটানিকে দেখা গিয়েছে। সেই ছবিও বয়কটের ডাক উঠেছিল সোশ্যাল মিডিয়ায়।