• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

জেল থেকে বেরিয়ে সমাজ সেবা করব! ভালো হয়ে যাওয়ার প্রতিশ্রুতি দিল শাহরুখ পুত্র আরিয়ান

Published on:

শাহরুখ খান,আরিয়ান খান,লোকসান,BYJU'S,বলিউড,Shah Rukh Khan,aryan khan,Bollywood,NCB,social work,সমাজ সেবা

অক্টোবরের শুরুতেই মাদক কান্ডে গ্রেফতার হয়েছেন বলিউড বাদশা শাহরুখ খানের ছেলে আরিয়ান খান। সেদিন মাঝ রাতে আরব সাগরের তীরে বিলাসতরণী কর্ডেলিয়া এমপ্রেস শিপে (Cordelia Empress Ship) চলছিল ‘রেভ পার্টি’। সেই পার্টি থেকেই মাদককাণ্ডে এনসিবির তদন্তকারী অফিসারদের হাতে ধরা পড়েছেন বলিউড বাদশা শাহরুখ খানের (Shahrukh Khan) বড়ছেলে আরিয়ান খান (Aryan Khan)।

এই মুহুর্তে আরিয়ান কারারুদ্ধ রয়েছেন আর্থার রোড জেলে। ছেলের মাদক মামলায় নাম জড়ানোর পর থেকেই মুখ শাহরুখের পরিবারের। কাউন্সেলিং চলছে আরিয়ানের, আর এই সময়েই NCB এর অফিসার সমীর ওয়াংখেড়ের কাছে প্রতিশ্রুতি বদ্ধ হয়েছেন শাহরুখ পুত্র।

শাহরুখ খান,আরিয়ান খান,লোকসান,BYJU'S,বলিউড,Shah Rukh Khan,aryan khan,Bollywood,NCB,social work,সমাজ সেবা

তিনি এনসিবির অফিসারের কাছে কথা দিয়েছেন, জেল থেকে মুক্তি পাওয়ার পরেই তিনি সমাজ সেবায় নিজেকে নিযুক্ত করবেন। তিনি জানিয়েছেন, এই অপরাধ থেকে মুক্তি পেলে তিনি দরিদ্র সেবা করবেন। ভবিষ্যতে আর কোনোও খারাপ কাজে তিনি জড়াবেন না বলেও জানিয়েছেন।

শাহরুখ খান,আরিয়ান খান,লোকসান,BYJU'S,বলিউড,Shah Rukh Khan,aryan khan,Bollywood,NCB,social work,সমাজ সেবা

প্রসঙ্গত উল্লেখ্য মাদক কান্ডে গ্রেফতার হওয়ার পর থেকেই বিগত কয়েকদিন ধরে বি টাউনে কার্যত শোরগোল ফেলে দিয়েছেন আরিয়ান। গ্রেফতারির পর থেকে নানা ভাবে পিছিয়ে গিয়েছে তাঁর জামিনের আবেদন। বৃহস্পতিবার ছিল এই মামলার শুনানি। কিন্তু এদিনও আরিয়ানের জামিনের আবেদন কোনো সিদ্ধান্তে পৌঁছায়নি। মুম্বাই দায়রা আদালত আগামী ২০ অক্টোবর এই মামলার শুনানির নির্দেশ দিয়েছে।

বিগত অক্টোবর বিচার বিভাগীয় হেফাজতের পর ৮ অক্টোবর আরিয়ান খানকে আর্থার রোডের জেলে পাঠানো হয়েছিল। সেখানে কমপক্ষে আরও ৬ দিন থাকতে হবে তাঁকে। আর্থার রোডের জেলে করোনা সংক্রমণের কারণে নিয়ম মেনে প্রথম ৩ থেকে ৫ দিন কোয়ারেন্টাইনে থাকতে হয়। এরপর করোনা পরীক্ষার রিপোর্ট নেগেটিভ আসলে সাধারণ কারাগারে স্থানান্তরিত করা হয় কয়েদিদের।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥