• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

লজ্জা আছে নাকি! মাদক মামলা থেকে রেহাই পেতেই ফের নাইটক্লাবে পার্টি শুরু আরিয়ানের, ফাঁস হল ভিডিও

Published on:

Ariyan Khan Caught Doing Party at Night Club

বলিউডের সুপারস্টার শাহরুখ খানের পুত্র আরিয়ান খানের(Aryan Khan) শরীরে যেন ফের প্রাণ সঞ্চার হয়েছে। মাদক মামলায় (Drug Case) জড়ানোর পর তিনি একেবারেই লোকচক্ষুর আড়ালে চলে গিয়েছিলেন। কিন্তু সেই মামলা থেকে রেহাই পেতেই ফের নিজের পুরনো লাইফস্টাইলে ফিরেছেন শাহরুখ পুত্র। সম্প্রতি সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়ার একটি ভিডিওয় দেখা গিয়েছে একটি নাইটক্লাবে (Night club) চুটিয়ে পার্টি (Partying) করছেন তিনি।

সম্প্রতি মাদক মামলা থেকে আরিয়ানকে নির্দোষ রেহাই দেওয়া হয়েছে। শুধু তাই নয়, শোনা গিয়েছে, নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোর অফিসারেরাও পর্যন্ত বুঝতে পেরেছে আরিয়ানের কোনও ভুল ছিল না। সম্প্রতি বাদশা পুত্র তাঁর পাসপোর্টও ফেরত পেয়েছেন।

Aryan Khan

দীর্ঘ এই লড়াইয়ের পর জয়লাভ করতে পেরে আরিয়ান যে অনেকটা স্বস্তিতে রয়েছেন, তা সম্প্রতি নেটদুনিয়ায় ভাইরাল হওয়া ভিডিও দেখেই বেশ বোঝা যাচ্ছে। প্রিয় তারকা সন্তানকে ফের হাসিখুশি দেখে আনন্দিত হয়েছেন তাঁর অনুরাগীরাও।

বলিউডের সবচেয়ে ‘কুল’ তারকা সন্তানদের মধ্যে একজন বলে গণ্য করা হয় আরিয়ানকে। তাঁর লাইফস্টাইল নেটিজেনদের বেশ পছন্দ। ‘ইন্ট্রোভার্ট’ প্রকৃতির আরিয়ান যেভাবে নিজেকে সামাজিক মাধ্যমে খুব বেশি তুলে না ধরে, নিজেকে নিয়ে একপ্রকার রহস্য তৈরি করে রেখেছেন, তাও অনুরাগীদের বেশ ভালোলাগে। শুধু তাই নয়, শাহরুখ পুত্র আরও একটি বিষয়ে বাকিদের থেকে আলাদা। আরিয়ান বাকি তারকা সন্তানদের মতো অভিনেতা হতে চান না। বরং তাঁর পছন্দ লেখালেখি এবং পরিচালনা। ক্যামেরার পিছনের কাজই তাঁর বেশি পছন্দের। শাহরুখ নিজেই একবার জানিয়েছিলেন একথা।

শোনা যাচ্ছে, বলিউডে শীঘ্রই এবার পা রাখতে চলেছেন আরিয়ান। একটি ওয়েব সিরিজ লেখার কাজ করছেন তিনি। সেই সিরিজের পরিচালনাও করবেন শাহরুখ পুত্র। প্রযোজনা করবে শাহরুখ-গৌরীর রেড চিলিজ এন্টারটেইনমেন্ট। সেই সিরিজের মাধ্যমেই বলিউডে পা রাখবেন তিনি।

আরিয়ান মাদক মামলায় জড়ানোর পর ছেলের চিন্তায় ঘুম উড়েছিল শাহরুখ-গৌরীর। ছেলেকে জেল থেকে বের করতে কোনও খামতি রাখেননি তাঁরা। আইনের আওতায় থেকে যা যা করা সম্ভব, সবকিছুই করেছিলেন এই তারকা দম্পতি। অবশেষে ছেলে ঘরে ফেরায় স্বস্তি পেয়েছেন শাহরুখও। এই মুহূর্তে অভিনেতা লন্ডনে তাঁর আগামী ছবি ‘ডানকি’র শ্যুটিং করছেন। অপরদিকে ছেলে আরিয়ানও ফের নিজের পুরনো জীবনে ফিরছেন।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥