• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

ছেলের ভবিষ্যৎ নিজের গড়বেন শাহরুখ খান! বলিউডে কাঁপাতে আসছে বাদশাহ পুত্র আরিয়ান

Published on:

Shahrukh Khan's son Aryan Khan debut in bollywood

বলিউড (Bollywood) তারকাদের নিয়ে এমনিতেই অনুরাগীদের আগ্রহ একেবারে আকাশছোঁয়া থাকে। তারকাদের কাজের ব্যাপারেই শুধু নয়, ব্যক্তিগত জীবন নিয়েও সব কিছু জানা চাই তাঁদের। আর শাহরুখ খান (Shah Rukh Khan) তো আর পাঁচজন তারকা নন, তিনি হলেন বি টাউনের ‘বাদশা’। তাই স্বাভাবিকভাবেই ‘বাদশা’র সন্তানদের ওপরও সব সময় অনুরাগীদের কড়া নজর থাকে।

শাহরুখের তিন সন্তান, আরিয়ান (Aryan Khan), সুহানা এবং আব্রামকে নিয়ে নেটিজেনদের চর্চা চলতেই থাকে। ‘কিং খান’এর সন্তানেরা কবে বলিউডে পা (Bollywood debut) রাখবেন তা নিয়ে আলোচনার শেষ নেই। সুহানার ডেবিউর খবর জানার পর থেকে আবার আরিয়ানের ডেবিউ নিয়ে চর্চা শুরু হয়েছিল। অনেকদিন ধরেই শোনা যাচ্ছিল, শীঘ্রই বি টাউনে পা রাখতে চলেছেন তিনি। অবশেষে সেই খবরে শিলমোহর দিলেন আরিয়ান নিজেই।

Aryan Khan

সুহানা ‘দ্য আর্চিস’এর মাধ্যমে অভিনেত্রী হিসেবে কেরিয়ার শুরু করতে চলেছেন। কিন্তু আরিয়ানের ক্ষেত্রে শোনা গিয়েছিল, তিনি একাধিকবার করণ জোহরের ছবিতে অভিনয়ের প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন। বারবার ‘না’ শুনতে শুনতে হাল ছেড়ে দিয়েছেন ধর্মা কর্ণধারও। অবশেষে বাবা শাহরুখের প্রোডাকশন হাউসের হাত ধরেই ইন্ডাস্ট্রিতে পা রাখতে চলেছেন আরিয়ান।

বলিউড সুপারস্টার শাহরুখের ছেলে হলেও আরিয়ান বারবার জানিয়েছেন, তিনি অভিনেতা নন, বরং পরিচালনায় আসতে চান। অনেকদিন ধরেই নিজের প্রথম প্রোজেক্টের চিত্রনাট্যের ওপর কাজ করছিলেন তিনি। অবশেষে পরিচালক হওয়ার ইচ্ছাপূরণ হতে চলেছে আরিয়ানের। বুধবার সোশ্যাল মিডিয়ায় ছবি শেয়ার করে সেকথা জানিয়েছেন তিনি নিজেই।

Aryan Khan

আজ সোশ্যাল মিডিয়ায় চিত্রনাট্যের একটি ছবি শেয়ার করে শাহরুখ-পুত্র লেখেন, ‘লেখার কাজ শেষ হল। অ্যাকশন বলার জন্য আর তর সইতে পারছি না’। ছেলের ‘স্বপ্নপূরণের পোস্ট’ দেখামাত্রই সেখানে কমেন্ট করেন ‘কিং খান’। শাহরুখ লেখেন, ‘দারুণ… চিন্তাভাবনা, বিশ্বাস, স্বপ্ন দেখা শেষ, এবার করে দেখানোর পালা। প্রথম কাজের জন্য অনেক শুভেচ্ছা জানাই। প্রথম কাজ সব সময় খুব বিশেষ হয়’।

 

View this post on Instagram

 

A post shared by Aryan Khan (@___aryan___)

বাবার কমেন্টের প্রত্যুত্তর দিয়ে আরিয়ান লেখেন, ‘ধন্যবাদ। সেটে তোমার সারপ্রাইজ ভিজিটের অপেক্ষায় থাকব। হা হা’। ছেলের আবদারের জবাব দিয়ে অভিনেতা লেখেন, ‘তাহলে অবশ্যই দুপুরের শিফট রাখবে। সকালের শিফট না’। সঙ্গে সঙ্গে আরিয়ান লেখেন, ‘অবশ্যই। শুধুমাত্র নাইট শ্যুট’।

Shah Rukh Khan on Aryan Khan Bollywood debut, Gauri Khan on Aryan Khan Bollywood debut

বাবা-ছেলের এই মজার কথোপকথনের স্ক্রিনশট ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় তুমুল ভাইরাল হয়েছে। অপরদিকে ছেলে আরিয়ানকে প্রথম কাজের জন্য শুভেচ্ছা, ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন শাহরুখ পত্নী গৌরীও।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥