• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

মাদক মামলায় রেহাই মিলেছে! ক্যাটরিনার বোনের সাথে পার্টি শুরু শাহরুখ পুত্র আরিয়ানের, রইল ছবি

Updated on:

Aryan Khan parties with Katrina Kaif’s sister Isabelle Kaif, see pics

বলিউডের জনপ্রিয়তম স্টারকিডদের মধ্যে একজন হলেন আরিয়ান খান (Aryan Khan)। যতই হোক তিনি তো বলি ‘বাদশা’ শাহরুখ খানের পুত্র। আরিয়ান কোথায় ঘুরতে গেলেন, কার সঙ্গে গেলেন, সেদিকে কড়া নজর থাকে নেটিজেনদের। সম্প্রতি যেমন এক নামী অভিনেত্রীর সঙ্গে আরিয়ানের পার্টি করার ছবি নেটপাড়ায় বেশ ভাইরাল হয়েছে।

সম্প্রতি অভিনেত্রী শ্রুতি চৌহান নিজের ইনস্টাগ্রামে বেশ কয়েকটি ছবি শেয়ার করেছেন। সেখানেই বলিপাড়ার নামী অভিনেত্রী ক্যাটরিনা কাইফের (Katrina Kaif) বোনের সঙ্গে চুটিয়ে পার্টি করতে দেখা গিয়েছে তারকা পুত্রকে। এরপর থেকেই দু’জনের ডেট করার জল্পনা শুরু হয়ে গিয়েছে।

Aryan Khan partying

গত রবিবার মুম্বইয়ের একটি নামী রেস্তোরাঁয় জন্মদিনের পার্টি আয়োজন করেছিলেন শ্রুতি। সেখানেই উপিস্থিত ছিলেন আরিয়ান, টেলিভিশনের জনপ্রিয় অভিনেতা করণ ট্যাকার-সহ বিনোদন দুনিয়ার বেশ কয়েকজন পরিচিত মুখ। উপস্থিত ছিলেন বলিউডের নামী নায়িকা ক্যাটের বোন ইসাবেলও (Isabelle Kaif)।

Aryan Khan Isabelle Kaif

শ্রুতির শেয়ার করা ছবিতে দেখা গিয়েছে, ‘বাদশা পুত্র’এর পরনে রয়েছে কালো রঙের টি-শার্ট, ডেনিম প্যান্ট এবং হলুদ রঙের জ্যাকেট। বেশ স্টাইলিশ দেখাচ্ছিল তাঁকে। টেলিভিশনের জনপ্রিয় অভিনেতা করণ ট্যাকারকেও ক্যাজুয়াল পোশাকেই দেখা গিয়েছিল। অপরদিকে পার্টির জন্য ইসাবেল বেছে নিয়েছিলেন কালো রঙের একটি পোশাক।

আরিয়ান এবং ইসাবেলের ডেটিংয়ের জল্পনায় এখন নেটদুনিয়া সরগরম থাকলেও জানিয়ে রাখা প্রয়োজন, শীঘ্রই বলিউডে পা রাখতে চলেছেন শাহরুখ পুত্র। তবে অভিনেতা হিসেবে নয়। বরং লেখক এবং চলচ্চিত্র নির্মাতা হিসেবে বলিপাড়ায় পা রাখতে চলেছেন আরিয়ান।

অপরদিকে ক্যাটরিনার বোন ইসাবেলের দিক থেকে বলা হলে, তিনিও বলিউড ডেবিউ করে ফেলেছেন। সুরজ পাঞ্চোলির বিপরীতে ‘টাইম টু ডান্স’এ অভিনয় করেছিলেন তিনি। এরপর ইসাবেলকে ‘সুস্বাগতম খুশামদিদ’এ দেখা যাবে তাঁকে। অপরদিকে শ্রুতির দিক থেকে বলা হলে, তিনি একজন উঠতি অভিনেত্রী। বেশ কয়েকটি বিজ্ঞাপনে দেখা গিয়েছে তাঁকে। এছাড়াও রণবীর সিং, আলিয়া ভাট অভিনীত ‘গালি বয়’ সিনেমাতেও একটি ছোট্ট চরিত্রে দেখা গিয়েছিল শ্রুতিকে।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥