গত বছরের অক্টোবর মাসের ৩ তারিখ মুম্বাইয়ে কার্ডেলিয়া শিপের রেভ পার্টিতে নিষিদ্ধ মাদক সেবন করতে গিয়েই এনসিবির তদন্তকারী অফিসারদের হাতে আটক হয়েছিলেন বলিউড বাদশাহ শাহরুখ খানের (Shahrukh Khan) বড় ছেলে আরিয়ান খান (Aryan Khan)। এই খবরে তোলপাড় হয়েছিল গোটা দেশ। একটানা প্রায় একমাস জেলের ঘানি টেনে শর্ত সাপেক্ষ জামিন পেয়ে গরাদের বাইরে বেরিয়েছেন আরিয়ান খান।
আদালতে একাধিক শুনানি শেষে ২৮ অক্টোবর জামিন পেয়েছিলেন শাহরুখ পুত্র আরিয়ান। এরপর বোম্বে হাইকোর্টের নির্দেশে আরও একদিন জেলে থেকে ৩০অক্টোবর বাড়ি ফিরেছিলেন মান্নাতের রাজপুত্র। এরপর আরব সাগর দিয়ে গড়িয়েছে অনেক জল। এতকিছুর পর অবশেষে গত ২৮ মে এনসিবি স্পেশ্যাল ইনভেস্টিগেশন টিম মাদক মামলায় বেকসুর খালাস করে আরিয়ান খানকে।
তবে মাদক মামলার নিষ্পত্তি হলেও থেকে গিয়েছে অনেক আইনি জট। আসলে গতবছর মাদক মামলায় গ্রেফতার হওয়ার পর বাজেয়াপ্ত করা হয়েছিল আরিয়ান খানের পাসপোর্ট (Passport)। কিন্তু মাদক মামলায় (Drug Case) ক্লিনচিট পাওয়ার পরেও এখনও পর্যন্ত শাহরুখ পুত্রের হাতে আসেনি তার সেই পাসপোর্ট। তাই গতকাল অর্থাৎ বৃহস্পতিবার এনডিপিএস কোর্টের তরফে নারকোটিক্স কন্ট্রোলের কাছে আরিয়ান খানের পাসপোর্ট ফিরিয়ে দেওয়ার আবেদন জানানো হয়েছে।
উল্লেখ্য টানা ২৭ দিন জেল খাতার পর ১৩টি শর্তের বিনিময়ে জামিন পেয়েছিলেন শাহরুখ পুত্র আরিয়ান। তবে শর্ত সাপেক্ষ জামিন মিললেও আদালতের দেওয়া শর্ত মেনে প্রতি শুক্রবার এনসিবি-র অফিসে হাজিরা দিতে হত আরিয়ানকে। সেইমতো টানা দেড় মাস এনসিবির দপ্তরে হাজিরা দিয়েছেন তিনি। কিন্তু পরবর্তীতে সেই শর্তেও শিথিলতা আনা হয়।