• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

নামেই শিক্ষিত, বাস্তবে দিয়েছে অভদ্রতামির পরিচয়! নেটপাড়ায় তুমুল কটাক্ষের শিকার আরিয়ান-সুহানা

Published on:

Aryan Khan and Suhana Khan brutally trolled for ignoring paparazzi, watch video

শাহরুখ খান (Shah Rukh Khan) এই মুহূর্তে বলিউডে তাঁর হারানো সিংহাসন ফিরে পাওয়ার জন্য লড়াই চালাচ্ছেন। অপরদিকে তাঁর মেয়ে সুহানা (Suhana Khan) শীঘ্রই বলিউডে পা রাখতে চলেছেন। বাদশা-পুত্র আরিয়ানও (Aryan Khan) মাদক মামলা থেকে রেহাই পাওয়ার পর ক্যামেরার পিছনে কাজ খোঁজার চেষ্টা শুরু করে দিয়েছেন।

এমনিতে শাহরুখের অনুরাগীদের নয়নের মণি তাঁর তিন সন্তান। আরিয়ান-সুহানা-আব্রামকে সবসময়ই ভালোবাসায় মুড়ে রাখেন তাঁরা। তবে এবার শাহরুখের দুই সন্তান এমন কাজ করেছেন, যা দেখে চটে লাল হয়ে গিয়েছেন নেটিজেনদের একাংশ।

Aryan Suhana and Abram

সোমবার আনন্দ এল রাই পরিচালিত এবং মাধুরী দীক্ষিত অভিনীত ‘মাজা মা’র স্ক্রিনিং ছিল। সেখানেই গিয়েই বিপত্তি বাঁধে। আসলে ‘মাজা মা’র প্রিমিয়ারে বলিউডের বহু তারকা উপস্থিত ছিলেন। সেই লিস্টে নাম ছিল করণ জোহর, কুণাল খেমু, নোরা ফাতেহি, রিয়া চক্রবর্তী, অনন্যা চক্রবর্তীর মতো তারকাদের। গতকালের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শাহরুখের দুই সন্তান আরিয়ান এবং সুহানাও।

আরিয়ানের পরনে ছিল সাদা হুডি, কার্গো প্যান্ট এবং স্নিকার। তিনি যে মুহূর্তে রেড কার্পেট দিয়ে হেঁটে যাচ্ছিলেন সেই সময় পাপারাৎজিরা একটি ছবির জন্য চিৎকার করতে থাকেন। কয়েকজন সাংবাদিক বলেন, ‘ভাই ভাই ভাই একটু দাঁড়ান’। এত কিছু বলা সত্ত্বেও আরিয়ান দাঁড়ানো তো দূর, ঠিকভাবে তাঁদের দিকে তাকানওনি।

Aryan Khan

শাহরুখ পুত্রের পিছনেই ছিলেন তাঁর বোন সুহানাও। ‘মাজা মা’র প্রিমিয়ারের জন্য তিনি বেছে নিয়েছিলেন চেক শার্ট এবং নীল ডেনিম। কিছুক্ষণের জন্য ক্যামেরার দিকে হাসি মুখে তাকালেও, শেষ পর্যন্ত দাদার মতো তিনিও পাপারাৎজিদের জন্য না পোজ দিয়েই গটগট করে হেঁটে বেরিয়ে যান।

 

View this post on Instagram

 

A post shared by Viral Bhayani (@viralbhayani)

আর শাহরুখের দুই সন্তানের এই কাজ দেখেই চটে লাল হয়ে গিয়েছেন নেটিজেনরা। আরিয়ান-সুহানাকে একেবারে ধুয়ে দিয়েছেন তাঁরা। একজন নেটিজেন লিখেছেন, ‘বেকার বেকার এত প্রচার কেন করেন? কিছু ভালো করতে দিন, এরপর প্রচার করুন। এখন যারা ভালো করছেন তাঁদের প্রচার করুন’। আর একজন নেটাগরিক আবার লিখেছেন, ‘আরিয়ানের প্রচণ্ড অহংকার’।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥