• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

বঙ্গতনয়া চুটিয়ে প্রেম করছেন বিদেশে! লন্ডনের রাস্তায় হাতে হাত ধরে ঘুরছেন অরুণিতা পবনদীপ, ভাইরাল ভিডিও

‘ইন্ডিয়ান আইডল ১২’ এর মঞ্চ থেকেই শো-য়ের বিজেতা পবনদীপ রাজন (Pawandeep Rajan) এবং গায়িকা অরুণিতা কাঞ্জিলালের (Arunita Kanjilal) রসায়ন বেজায় মনে ধরেছিল শ্রোতাদের। তাদের দুর্দান্ত কন্ঠের ভক্ত ৮ থেকে ৮০। দেশ ছাড়িয়ে বিদেশের মাটিতেও তাদের গান যথেষ্ট প্রশংসা কুড়িয়েছে।উত্তরাখণ্ডের ছেলে পবনদীপ ও বাংলার বনগাঁর মেয়ে অরুণীতা। তবে তাদের মধ্যেকার সম্পর্ক নিয়েও আলোচনার শেষ নেই। তবে মুখে কিন্তু দুজনেই একে অপরকে ভালো বন্ধু হিসাবেই পরিচয় দেয়।

যদিও পবনদীপ-অরুণিতার মুখের কথা মানতে নারাজ অনেকেই। এর প্রমাণ সোশ্যাল মিডিয়াতে দুজনের নামের ফ্যান পেজ। যেখানে দুজনকে ভাইয়া ভাবি সম্মোধন করা হয়। তবে সে যাই হোক না কেন, দুজনের মধ্যে রসায়ন কিন্তু বেশ নজর কাড়ার মত। এই কথা আবারও একবার প্রমাণ হয়ে গেল।

   

অরুণিতা কাঞ্জিলাল,পবনদীপ রাজন,ইন্ডিয়ান আইডল,প্রেম,Arunita Kanjilal,Pawandeep Rajan,Indian Idol 12

সম্প্রতি তাদের দুজনের একটি রোমান্টিক ভিডিও বেজায় ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। এদিন ইন্সটাগ্রামে পবন এবং অরুণিতার ফ্যান পেজ থেকে একটি ভিডিও শেয়ার করা হয়েছে, যেখানে দেখা যাচ্ছে লন্ডনের রাস্তায় পবনদীপ এবং অরুণিতা একে অপরের হাত ধরে বেশ খুশি খুশি মেজাজেই হাঁটতে দেখা গিয়েছে। এই লাভ বার্ডসদের একসাথে দেখে দর্শকরা বলছেন ‘রব বে বানাদি জোড়ি’।

Pawandeep Rajan wishes Arunita Kanjilal Happy Birthday

পবনদীপ এবং অরুণিতা সম্প্রতি লন্ডনে মিউজিক ভিডিও ‘ইয়াদ’ শ্যুট করেছেন, যার শ্যুটিং এর এক ঝলক ইতিমধ্যেই দাপিয়ে বেড়াচ্ছে সোশ্যাল মিডিয়ায়। দুজনের পরনেই শীতবস্ত্র। ইতিমধ্যেই দুই প্রিয় গায়ক গায়িকার এই ভিডিও সামনে আসতেই তুমুল ভাইরাল হয়েছে, এবং এখন পর্যন্ত ১২ হাজারের বেশি লাইক পড়েছে ভিডিওটিতে।