• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

উত্তরাখণ্ডে বাজলো বিয়ের সানাই, মণ্ডপে একসাথে পবনদীপ-অরুণিতা! দেখুন ভাইরাল ছবি ও ভিডিও

পবনদীপ রাজন (Pawandeep Rajan) ও অরুণিতা কাঞ্জিলাল (Arunita Kanjilal) এই নাম দুটি ইতিমধ্যেই সকলের কাছে বেশ জনপ্রিয়। ইন্ডিয়ান আইডল ১২ এর বিজেতা পবনদীপ ও রানার্স আপ অরুণিতা। দুজনেই গানের মাধ্যমে নিজের পরিচয় তৈরী করেছেন। উত্তরাখণ্ডের ছেলে পবনদীপ ও বাংলার বনগাঁর মেয়ে অরুণীতা। তবে তাদের মধ্যেকার সম্পর্ক নিয়েও আলোচনার শেষ নেই। সম্প্রতি উত্তরাখণ্ডের পবনদীপের পরিবারে লেগেছে বিয়ের মরশুম।

পবনদীপের বোন চাঁদনী রাজন (Chandni Rajan) এর বিয়ের আয়োজন করা হয়েছে বেশ ধুমধাম করে। সেই বিয়েতে অতিথি হিসাবে উপস্থিত রয়েছেন অরুণিতা। বিয়ের আসরে নানা নিয়ম পালনের সময় দেখা গেল অরুনিতাকে।

   

Pawandeep Rajan,Arunita Kanjilal,পবনদীপ রাজন,অরুণিতা কাঞ্জিলাল,পবনদীপ রাজনের বোনের বিয়ে,পবনদীপ অরুণিতা,Pawandeep sister wedding,Arunita in Uttarakhand

গায়ে  হলুদের সময়েও পবনদীপের বোনদের সাথেই দেখা গেল গায়িকাকে। বিয়েতে আগত অতিথিদের সাথে ছবি তোলায় ব্যস্ত সকলে। বোন অরুদীপের বিয়ের সঙ্গীতের অনুষ্ঠানে দেখা গিয়েছে পবনদীপকে।

Pawandeep Rajan,Arunita Kanjilal,পবনদীপ রাজন,অরুণিতা কাঞ্জিলাল,পবনদীপ রাজনের বোনের বিয়ে,পবনদীপ অরুণিতা,Pawandeep sister wedding,Arunita in Uttarakhand

বিয়ের আগে বোনকে মণ্ডপে নিয়ে যাওয়ার সময় পবনদীপ ও অরুণিতাকে দেখা গিয়েছে চাদর ধরে বিয়ের কনেকে নিয়ে যেতে। সেই ভিডিও ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়াতে ব্যাপক ভাইরাল হয়ে পড়েছে।

Pawandeep Rajan,Arunita Kanjilal,পবনদীপ রাজন,অরুণিতা কাঞ্জিলাল,পবনদীপ রাজনের বোনের বিয়ে,পবনদীপ অরুণিতা,Pawandeep sister wedding,Arunita in Uttarakhand

অবশ্য পবনদীপের দুই বোন রয়েছে, একজন চাঁদনী রাজন ও অন্যজন জ্যোতি রাজন। দুজনের সাথেই বেশ ভালো সম্পর্ক চোখে পড়েছে অরুণিতার। হলদি,সঙ্গীত থেকে শুরু করে বিয়ের একাধিক রীতিনীতির ছোট ছোট ভিডিও নেটপাড়ায় ভাইরাল হয়ে পড়েছে। অনুগামীরা শুভেচ্ছায় ভড়িয়েছেন পবনদীপের বোনকে। সাথে আগামী দিনের বিবাহিত জীবনের অন্য অনেক অনেক শুভ কামনা জানিয়েছেন।

 

View this post on Instagram

 

A post shared by Idol Pawandeep (@idolpawandeep)

প্রসঙ্গত, পবনদীপ ও অরুণিতার সম্পর্ক নিয়ে চর্চা সেই ইন্ডিয়ান আইডল ১২ থেকেই চলে আসছে। একসময় চ্যানেলের পক্ষ থেকে টিআরপি বাড়ানোর জন্য দুজনের মধ্যে প্রেম হয়েছে বলা হয়েছিল। যদিও সেটা পরে স্বীকারও করা হয়েছে ,দুজনেই বলেছেন তারা ভালো বন্ধু। তবে সেই থেকেই দুজনের জুটিকে নিয়ে চর্চার অন্ত নেই। এমনকি সোশ্যাল মিডিয়াতে এই জুটির ভক্তরা অরুদীপ নামেই ডাকেন দুজনকে।