• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

অরুণিতার কন্ঠের যাদুতেই মন মজেছে! বিয়ের প্রস্তাবে উপচে পড়ছে গায়িকার ইমেল

Arunita Kanjilal from Bongaon in Indian Idol 12

সম্প্রতি শেষ হয়েছে ইন্ডিয়ান আইডলের সিজেন ১২ (Indian Idol 12)। স্বাধীনতা দিবসের দিন ঐতিহাসিক ১২ ঘন্টার লাইভ গ্রান্ড ফাইনাল অনুষ্ঠিত হয়েছে। এবারের ইন্ডিয়ান আইডলের (Indian idol) বিজেতা হয়েছেন উত্তরাখণ্ডের ছেলে পবনদীপ রাজন (Pawandeep Rajan)। আর দ্বিতীয় হয়েছে পশ্চিমবঙ্গের বনগাঁর মেয়ে অরুণিতা কাঞ্জিলাল (Arunita Kanjilal)। ইন্ডিয়ান আইডলের মঞ্চে দ্বিতীয় হলেও বাংলা সহ লক্ষ লক্ষ মানুষে মনে কিন্তু গেঁথে গিয়েছে অরুণিতা।

ইন্ডিয়ান আইডল অরুণিতার গান যেমন মুগ্ধ করেছে শ্রোতাদের তেমনি মুগ্ধ হয়েছেন বিচারক থেকে অতিথিরাও। অবশ্য এই প্রথম নয় এর আগেও রিয়্যালিটি শো এর মঞ্চে দর্শকদের মন জয় করেছেন অরুণিতা। বনগাঁর মেয়ে অরুণিতা আসলে অতিসাধারণ পরিবারেই মেয়ে। তার বাবা একজন স্কুল শিক্ষক। মায়ের শখ ছিল অরুণিতাকে গায়িকা করে তোলার। অরুণিতাও সেই স্বপ্নই দেখে এসেছে ছোট থেকে।

অরুণিতা কাঞ্জিলাল,ইন্ডিয়ান আইডল,বনগাঁ,বিয়ে,arunita kanjilal,indian idol,wedding,bongaon

সেই স্বপ্ন পূরণ হল ইন্ডিয়ান আইডলের মঞ্চে। সারা বাংলার গর্ব এখন সে। সারা দেশের তাবড় তাবড় প্রতিভাদের পিছনে ফেলে নিজেকে প্রমাণ করেছেন বাংলার মেয়ে অরুণিতা। এখন সে বাংলার নয়া তারকা। ইতিমধ্যেই, অনেকেই মনে করছেন পবনদীপ নয় আসলে বিজতে হওয়ার হক রাখেন অরুণিতাই। তবুও আপামর দর্শক এবং বিচারকদের রায় মাথা পেতে নিয়ে দ্বিতীয় স্থান অর্জন করেই খুশি গায়িকা।

অরুণিতা কাঞ্জিলাল,ইন্ডিয়ান আইডল,বনগাঁ,বিয়ে,arunita kanjilal,indian idol,wedding,bongaon

সোশ্যাল মিডিয়ায় তরতরিয়ে বাড়ছে অরুণিতার ফলোয়ার্স। তার সুরেলা কন্ঠের যাদুতে মন মজেছে ৮ থেকে ৮০ এর। এখন বেজায় ব্যস্ত তিনি। অবশেষে দীর্ঘ ১০ মাস পর মুম্বই থেকে বনগাঁর বাড়িতে ফিরেছেন তিনি। তাকে ঘিরে উচ্ছ্বাসে ফেটে পড়ছে গোটা পাড়া। শুধু তাই নয় এই মিষ্টি মেয়ের প্রেমেও ইতিমধ্যেই তার পড়েছেন অসংখ্য অনুরাগী। অরুণিতা জানান রোজই নাকি ইমেলে ঢুকছে রকমারি বিয়ের প্রস্তাব।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥