• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

অরুণিতার মুকুটে নতুন পালক! ইন্ডিয়ান আইডলের পর জাতীয় স্তরের শোতে বিচারকের আসনে গায়িকা

Published on:

সুপারস্টার সিঙ্গার ২,Superstar Singer 2,ক্যাপ্টেন,Captain,অরুণিতা কাঞ্জীলাল,Arunita Kanjilal,পবনদ্বীপ রাজন,Pawandeep Rajan

বাংলার গর্ব অরুণিতা কাঞ্জীলাল (Arunita Kanjilal)। দেশের গন্ডি ছড়িয়ে গোটা বিশ্ব মুগ্ধ তার সুরের মুর্ছনায়। ভারতীয় টেলিভিশনের অত্যন্ত জনপ্রিয় মিউজিক রিয়ালিটি শো ইন্ডিয়ান আইডল (Indian Idol)। এই শোয়ের গত সিজনেই ফাইনালে উঠে দ্বিতীয় স্থান অধিকার করেছিলেন। আর সেরার শিরোপা উঠেছিল দেরাদুনের পবনদ্বীপ রাজনের (Pawandeep Rajan) মুকুটে। যার ফলে একটুর জন্য অরুণিতার হাত থেকে ফস্কে গিয়েছিল বিজয়ীর ট্রফি।

যার ফলে সেসময় সোশ্যাল মিডিয়ায় ক্ষোভে ফেটে পড়েছিলেন অসংখ্য অরুণিতা ভক্তরা। নেটিজেনদের একটা বড় অংশের তরফে অতীতের ঘটনার উদাহরণ টেনে অভিযোগ আনা হয় শুধুমাত্র বাংলার মেয়ে হওয়ার কারণেই ইচ্ছাকৃতভাবে হারিয়ে দেওয়া হয়েছে অরুণিতাকে। তবে সমস্ত বিতর্ক একদিকে আর রিয়ালিটি শো না জিতেও তরতরিয়ে বাড়তে থাকা অরুণিতার কেরিয়ার গ্রাফ আর একদিকে।

সুপারস্টার সিঙ্গার ২,Superstar Singer 2,ক্যাপ্টেন,Captain,অরুণিতা কাঞ্জীলাল,Arunita Kanjilal,পবনদ্বীপ রাজন,Pawandeep Rajan
বাংলা ছেড়ে অনেক দিন মুম্বাইয়ের বাসিন্দা হয়েছেন অরুণিতা। ইন্ডিয়ান আইডলের বিপুল জনপ্রিয়তার পর দেশের নানা প্রান্তে তো বটেই মাঝে মধ্যেই ভারতের বাইরে বিভিন্ন দেশেও মিউজিক কনসার্টে গান গাইতে হাজির হয়ে যান বাংলার মেয়ে অরুণিতা। প্রসঙ্গত ইন্ডিয়ান আইডল চলাকালীন সময় থেকেই একাধিকবার এই শোয়ের বিজেতা পবনদ্বীপ রজনের সাথে অরুণিতার সম্পর্কের গুঞ্জন শোনা গিয়েছে। যদিও আজ অবধি একথা তারা কেউই একথা শিকার করেননি।

pawandeep rajan arunita kanjilal live performacne

এবার বাংলার প্রতিভাবান গায়িকা সোনি টিভির আসন্ন রিয়ালিটি শো ‘সুপারস্টার সিঙ্গার ২’ (Superstar Singer 2) -তে বিচারক তথা ক্যাপ্টেনের (Captain) আসনে বসবেন। আসলে এটি বাচ্চাদের গানের প্রতিভাকে মঞ্চস্থ করে তোলার একটি প্রতিযোগিতা। এখানে উপস্থিত পাঁচ সেলিব্রেটি ক্যাপ্টেনের মধ্যে অন্যতম হলেন অরুণিতা।

সুপারস্টার সিঙ্গার ২,Superstar Singer 2,ক্যাপ্টেন,Captain,অরুণিতা কাঞ্জীলাল,Arunita Kanjilal,পবনদ্বীপ রাজন,Pawandeep Rajan

এছাড়াও থাকবেন পবনদ্বীপ রাজন, সালমান, আলি, দানিশ এবং সায়লি। এই শোয়ের বিচারকের আসনে থাকবেন জনপ্রিয় গায়িকা আলকা ইয়াগ্নিক, জাভেদ আলী এবং বলিউডের জনপ্রিয় মিউজিক কম্পোজার হিমেশ রেশমিয়া ।এছাড়া সঞ্চালনার দায়িত্বে থাকবেন উদিত নারায়ণের ছেলে আদিত্য নারায়ণ।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥