• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

সহচরী শেষ উর্মির সাত্যকিবাবুর সাথে পর্দায় ফিরছে বরফি, প্রোমো শুট হতেই খুশির খবর দিলেন অরুণিমা

Published on:

Writwik Mukherjee Arunima Haldar starrer has named Mon Dite Chai, know more in details

এখন যেন নতুন সিরিয়াল শুরুর একটা মরসুম চলছে। স্টার জলসা, জি বাংলায় (Zee Bangla) পাল্লা দিয়ে একের পর এক ধারাবাহিক শুরু হচ্ছে আর কপাল পুড়ছে পুরনো ধারাবাহিকগুলির। ইতিমধ্যেই এই দুই চ্যানেলের একাধিক নতুন ধারাবাহিকের প্রোমো প্রকাশ্যে এসে গিয়েছে। বাকি রয়েছে আরও বেশ কিছু সিরিয়ালের প্রোমো প্রকাশ্যে আসা।

নতুন ধারাবাহিক এবং কম টিআরপির সৌজন্যে ‘এই পথ যদি না শেষ হয়’ যে খুব শীঘ্রই শেষ হতে চলেছে তা দর্শকরা আগেই জেনে গিয়েছে। পাশাপাশি এও জেনে গিয়েছে যে, সাত্যকি রূপে বিদায় নিলেও শীঘ্রই নতুন ধারাবাহিক নিয়ে কামব্যাক করছেন অভিনেতা ঋত্বিক মুখার্জি (Writwik Mukherjee)। এবার ফাঁস হয়ে গেল সেই ধারাবাহিকেরই গল্প।

Writwik Mukherjee

জানা গিয়েছে, ইতিমধ্যেই প্রোমো শ্যুট হয়ে গিয়েছে পর্দার সাত্যকির নতুন ধারাবাহিকের। সিরিয়ালের নাম দেওয়া হয়েছে ‘মন দিতে চাই’ (Mon Dite Chai)। এই ধারাবাহিকে ঋত্বিকের বিপরীতে দেখা যাবে স্টার জলসার ‘আয় তবে সহচরী’ সিরিয়ালের বরফি অর্থাৎ অভিনেত্রী অরুণিমা হালদারকে (Arunima Haldar)।

আগে শোনা গিয়েছিল, ‘মন দিতে চাই’এ ফের একসঙ্গে দেখা যাবে ‘আয় তবে সহচরী’র টিপু-বরফি জুটিকে। কিন্তু শেষ মুহূর্তে পাল্টে গেল সবটা। ইন্দ্রনীল চ্যাটার্জি (Indranil Chatterjee) নয়, বরং অরুণিমাকে দেখা যাবে ঋত্বিকের বিপরীতে।

Writwik Mukherjee Arunima Haldar

জানা গিয়েছে, ‘গাঁটছড়া’য় যেমন তিন বোনের গল্প দেখানো হচ্ছে, তেমনই ‘মন দিতে চাই’এ চার বোনের গল্প দেখানো হবে। মেজ বোনের ভূমিকায় দেখা যাবে অরুণিমাকে। ধীরে ধীরে প্রকাশ করা হবে বাকি কাস্টের নাম। অরুণিমা জানান, ‘মন দিতে চাই’এ তাঁর চরিত্র বরফির থেকে সম্পূর্ণ আলাদা। এখানে তাঁর চরিত্রটি অনেকবেশি চুপচাপ এবং শান্ত। শুধুমাত্র একটিই মিল রয়েছে যে এই চরিত্রটিও বরফির মতোই অন্যায় দেখলে চুপ করে থাকতে পারে না। পাশাপাশি জানিয়েছেন, বরফি হিসেবে খুব বেশি সাজতে না পারার আক্ষেপও এবার মিটতে চলেছে। কারণ ‘মন দিতে চাই’এ বেশ অন্যরকম লুকে দেখা যাবে অরুণিমাকে।

শোনা গিয়েছে, ‘মন দিতে চাই’এর শ্যুটিং শুরু হবে আগামী মাস থেকে এবং ধারাবাহিকের সম্প্রচার শুরু হবে নতুন বছর থেকে। তবে এখন এটা দেখার কোন স্লটে দেখানো হয় এই সিরিয়ালটি। কারণ প্রথমে ভাবা হয়েছিল ‘এই পথ যদি না শেষ হয়’এর স্লটে দেখানো হবে ‘রাঙা বৌ’। কিন্তু সেই সময় শুরু হচ্ছে স্বস্তিকা দত্তের নতুন ধারাবাহিক ‘তোমার খোলা হাওয়া’। শ্রুতি দাস এবং গৌরব রায় চৌধুরীর টাইম স্লট এখনও ঘোষণা করা হয়নি। এবার এটাই দেখার, এত নতুন ধারাবাহিকের ভিড়ে ‘মন দিতে চাই’কে কোন সময়টা দেওয়া হয় এবং এর জন্য কোন ধারাবাহিকের কপালে পোড়ে!

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥