• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

অভিনেত্রী অরুণিমা ঘোষকে খুন, ধর্ষণের হুমকি! বাড়ির সামনে থেকেই গ্রেফতার অভিযুক্ত যুবক

তারকারা হামেশাই নেটিজেনদের নানান কুমন্তব্যের শিকার হন। তাদের চোখের আঁতস কাঁচের তলায় থাকতে থাকতে হিমশিম খেয়ে বসেন সেলিব্রিটিরা। পান থেকে চুন খসলে অনুরাগীরাই দাঁত নখ বের করে শানান কটাক্ষ বাণ। এমনকি এই রাগ থেকে কখনও কখনও সোশ্যাল মিডিয়ার ক্ষোভ, বাস্তবে খুন ধর্ষণের হুমকিও হয়ে দাঁড়ায়।

এবার এই ঘটনার শিকার হয়েছেন অভিনেত্রী অরুণিমা ঘোষ। ফোন করে এক যুবক লাগারার অভিনেত্রীকে খুন এবং ধর্ষণের হুমকি দিয়ে যাচ্ছে বলে অভিযোগ। এই ঘটনার জেরে বেশ খানিকটা ভয় পান অরুণিমা, এবং স্থানীয় থানায় অভিযোগ দায়ের করেন তিনি। তার অভিযোগের ভিত্তিতেই রবিবার রাতে অভিনেত্রীর বাড়ির সামনে থেকেই এক যুবককে গ্রেফতার করে কলকাতা পুলিশ।

   

অরুণিমা ঘোষ,ধর্ষণ,খুন,টলিউড অভিনেত্রী,arunima Ghosh,rape,murder,tollywood

পুলিশ সূত্রে খবর, অভিযুক্তের নাম মুকেশ সাউ। তিনি দক্ষিণ কলকাতার গরফা এলাকার বাসিন্দা। অভিনেত্রীর অভিযোগ অনুযায়ী, এই যুবক গত কয়েকদিন ধরেই অরুনিমাকে লাগাতার ধর্ষণ এবং খুনের হুমকি দিয়ে চলেছেন। এই কথা অরুণিমা লালবাজারে জানাতেই তদন্তে নামেন কলকাতা পুলিশ।

অরুণিমা ঘোষ,ধর্ষণ,খুন,টলিউড অভিনেত্রী,arunima Ghosh,rape,murder,tollywood

মুকেশ সাউয়ের বিরুদ্ধে শ্লীলতাহানি, খুনের হুমকি দেওয়া-সহ একাধিক ধারায় মামলা দায়ের করা হয়েছে। আজই ব্যাঙ্কশাল আদালতে তোলা হবে অভিযুক্তকে। জানা গিয়েছে, বিভিন্ন ভাবে অরুণিমাকে উক্তত্য করত যুবক। প্রায় ৩২ টি ফেক অ্যাকাউন্ট থেকে অরুণিমার কাছে খুন ধর্ষণের হুমকি এসেছে। এরপর একদিন অরুণিমার বাড়ির সামনে এসেই তান্ডব শুরু করেন তিনি। বাধ্য হয়ে অভিনেত্রী আইনের সাহায্য নেন।