বলিউডের (Bollywood) অভিনেতা অভিনেত্রীদের মধ্যে বেশ পরিচিত দুটি নাম হল সঞ্জয় দত্ত (Sanjay Dutta) ও অরুণা ইরানি (Aruna Irani)। একসময় বলিউডের অভিনেত্রী হিসাবে বেশ জনপ্রিয় ছিলেন অরুণা ইরানি। সময়ের আসতে সাথে অনেকটাই পাল্টেছে ইন্ডাস্ট্রি পাল্টেছে দর্শকদের সিনেমা দেখার ধরণ। তবে অভিনেত্রী কিন্তু আজ সেই সমান জনপ্রিয় রয়ে গিয়েছেন দর্শকদের কাছে। সম্প্রতি বলিউডের অভিনেতা সঞ্জয় দত্তকে নিয়ে স্মৃতিচারণ করেছেন অভিনেত্রী।
৬০ এর দশকে প্রথম ‘গঙ্গা যমুনা’ ছবিতে শিশু শিল্পী হিসাবে বলিউডে পর রাখেন অভিনেত্রী। এরপর একেরপর এক ছবিতে কাজ করেন। বহু সুপারহিট ছবি উপহার দিয়েছেন দর্শকদের। প্রায় ৫০০ এরও বেশি ছবিতে কাজ করেছেন অভিনেত্রী। কোথাও মূল চরিত্র অর্থাৎ নায়িক তো কোথাও মা থেকে শাশুড়ির চরিত্রে দুর্দান্ত অভিনয় করে জনপ্রিয় হয়েছেন।
তবে নায়িকার থেকে বেশি একজন দজ্জাল শাশুড়ির চরিত্রে দেখা গিয়েছে তাকে। সমকালীন সিনেমায় একপ্রকার দজ্জাল শাশুড়ি মানেই দেখা যেত অরুণা ইরানিকে। তবে শুধু সেই ধরণের চরিত্রই নয় নিজের দীর্ঘ অভিনয় জীবনে অনেক ভিন্ন ভিন্ন ধরণের চরিত্রে অভিনয় করেছেন তিনি। বর্তমানে দর্শকেরা তাকে বড়পর্দার মা বা শাশুড়ি হিসাবে চিনলেও তিনি কিন্তু বেশ কিছু অভিনেতার সাথে রোম্যান্সও করেছেন।
সঞ্জয় দত্তের সাথে একাধিক ছবি করেছেন অরুন ইরানি। সম্প্রতি এক সাক্ষাৎকারে সঞ্জয়ের সাথে ছবি প্রসঙ্গে বেশ কিছু তথ্য তুলে ধরেন তিনি। সঞ্জয় দত্তের প্রথম ছবি ছিল ‘রকি’, ছবিতে অভিনেতার মায়ের চরিত্রে ছিলেন তিনি। তবে দ্বিতীয় ছবি ‘জনি আই লভ ইউ’ তে আবার সঞ্জয় দত্তের প্রেমিকা হিসাবে দেখা গিয়েছিল অরুণা ইরানিকে।
অভিনেত্রী নিজেই বলেন, ‘প্রথম ছবিতে যার মা ছিলাম পরবর্তী ছবিতে তারই প্রেয়সী হয়ে হলাম। সঞ্জয়কে প্রেমের প্রলোভন দিলাম! দ্দর্শকেরা যে কিভাবে এমন বিপরীত চরিত্রকে মেনে নিয়েসিল সেটা আজও বুঝতে পারলাম না!’ তবে অভিনেত্রীর মতে বলিউড ইন্ডাস্ট্রিতে একাধিক অভিনেতার সাথে কাজ করেছি সঞ্জয় তাদের মধ্যেই একজন।