• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

‘শিল্প কখনো অশ্লীল হয় না, অশ্লীল হয় মানুষের দৃষ্টিভঙ্গি’, বললেন অভিনেত্রী

Published on:

বর্তমানে বলিউড (Bollywood) হোক বা টলিউড (Tollywood) বহু নতুন চেহারা প্রকাশ পেয়েছে বিগত কয়েক বছরে। চিরাচরিত পুরোনো মুখ ছেড়ে দর্শকদের চাহিদা মত নতুন মুখের প্রবণতা বেড়েছে আগের  থেকে বহুগুনে। সাথে সিনেমা (Movie) ও থিয়েটারের (Theater) পাশাপাশি ওটিটি প্লাটফর্মের (OTT Platform) দৌলতে এখন অভিনয় জগতে কাজও হচ্ছে প্রচুর।  নতুন সমস্ত গল্প ও চরিত্রের আবির্ভাব হচ্ছে মাঝেমধ্যেই এই সমস্ত মাধ্যমের মধ্যে দিয়েই।

সিনেমা থেকে ওয়েব সিরিজ, ইত্যাদির মধ্যে বহু নতুন ধরণের কাহিনী তুলে ধরা হচ্ছে। তবে নতুন এ ই কাহিনীগুলিতে থাকছে কিছু কুরুচিকর দৃশ্য সাথে নোংরা ভাষার প্রয়োগ। যদিও এগুলি সিনেমা ও ওয়েব গুলিতে চরিত্রগুলিকে আরো বাস্তবরূপে দেবার জন্য এই সমস্ত ব্যবহার করা হয়। তাও দর্শকদের একাংশ এই ধরণের অভিনয়ের বিরুদ্ধে।

এসবের পাশাপাশি অভিনেতা অভিনেত্রীদের সম্মন্ধে তো সকলেই জানতে চায়। তাবলে কারোর ব্যক্তিগত জীবনের সম্পর্কে জেনে তাকে নিয়ে পরিহাস করা উচিৎনয়। অনেক সময়েই দেখা যায় অভিনেতা অভিনেত্রীদের সম্পর্ক বা কোনো একজন সেলেব্রিটির একাধিক সম্পর্ক নিয়ে আলোচনা হতে থাকে। যার ফলে অভিনেতা অভিনেত্রীদের অনেক সময় বিপাকে পড়তে হয়। আবার কিছু সময়  দেখা যায়  অভিনেতা অভিনেত্রীদের শারীরিক গঠন নিয়ে নানান কথাবার্তা হতে থাকে।

একই ভাবে ওপর বাংলা অর্থাৎ বাংলাদেশের এক অভিনেত্রী মৌসুমী হামিদকে (Mousumi Hamid) এই ধরণের পরিস্থিতিতে পরে হয়েছে। অভিনেত্রী বেশ লম্বা যার ফলে সহ শিল্পী পেতে বেশ মুশকিল পোহাতে হয় তাকে। অভিনেত্রী সিরিয়াল থেকে ছবি এমনকি ওয়েব সিরিজেও অভিনয় করেছেন। শিল্প খুব ভালোবসেন অভিনেত্রী, বিশেষত ছবি একটা পছন্দ করেন তিনি নিজে। অভিনেত্রীকে নিয়ে দর্শকদের মধ্যে জল্পনা কল্পনার শেষ নেই।

এবার সেই সমস্ত বিতর্ক ও বিপাকের মুখে অভিনেত্রী কিছু দারুন মন্তব্য করেছেন। তিনি বলেছেন, সবারই উচিত নিজেদেরকে সাবলীল করে তোলা। কারোর ওপর কিছু চাপিয়ে দেবেন না। কেউ প্রথম  থেকেই খারাপ বা অশ্লীল হয়না। আর শিল্পকে কখনো অসম্মান করবেন না। শিল্প কখনোই অশ্লীল হয় না। শিল্পকে দেখার আমাদের অর্থাৎ মানুষের ভঙ্গিই অশ্লীল হয়।

 

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥