• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

‘নিজের চরকায় তেল দিন’, পপ গায়িকা রিহানার প্রসাধনী ব্র‍্যান্ড বয়কট করলেন অর্পিতা চ্যাটার্জি

Published on:

rihanna arpita chatterjee

বেশ কয়েকদিন ধরেই ভারতে চর্চিত হচ্ছে মার্কিন পপ গায়িকা রিহানা (Rihanna) এর নাম৷ দেশে চলমান কৃষক আন্দোলনের সমর্থনে টুইট করার পর থেকেই চর্চায় উঠে এসেছেন পপ গায়িকা। তার এই টুইটের পর থেকে আড়াআড়ি বিভক্ত হয়ে গিয়েছে বলিউড। কেউ কেউ তাকে সমর্থন করলেও গায়িকার প্রতি ক্ষোভ উগড়ে দিয়েছে বলিতারকাদের একাংশ।

এবার রিহানার বিরুদ্ধে ফুঁসে উঠলেন টলিউড অভিনেত্রী তথা প্রসেনজিৎ চট্টোপাধ্যায় (Prasenjit Chatterjee) -এর স্ত্রী অর্পিতা চ্যাটার্জি (Arpita Chatterjee)। অর্পিতা সরাসরি রিহানার দিকে প্রশ্ন ছুঁড়ে দিয়ে বলেন, ‘নিজের দেশের খবর রাখেন? ভারতে কী হচ্ছে সেই বিষয়ে কোনো ধারণা নেই গায়িকার’, গায়িকাকে ‘নিজের চরকায় তেল দিন’ বলেও আক্রমণ করেন প্রসেনজিৎ পত্নী। শুধু তাইই নয় পাশাপাশি রিহানার নিজস্ব প্রসাধনী দ্রব্যের ব্র্যান্ডকেও বয়কটের ডাক দিয়েছেন তিনি।

অর্পিতার মুখে এই সুর শুনে টলিপাড়ার অনেকেরই প্রশ্ন তবে কি বিজেপিতে যোগ দিতে চলেছেন অভিনেত্রী? যদিও এই সম্পর্কে এখনও কিছুই জানাননি তিনি। কৃষি আন্দোলন সমর্থনে টলিতারকা মিমি চক্রবর্তী এবং নুসরত জাহান ছাড়া কেউই বিশেষ মুখ খোলেননি। এমতাবস্থায় রিহানা গ্রেটার সমালোচনা করে বেশ চর্চার মুখেই পড়েছেন প্রসেনজিৎ পত্নী। টুইটে অভিনেত্রী লিখছেন, “Fenty ব্র্যান্ডের প্রসাধনী দ্রব্য বয়কটের সিদ্ধান্ত নিলাম। ভারতে যা হচ্ছে, তার পিছনে কী কারণ রয়েছে, সে বিষয়েও কিছু জানেন না রিহানা, গ্রেটারা। এমনকী ওঁদের নিজেদের দেশে কী চলছে, সে বিষয়েও কি তাঁদের স্বচ্ছ ধারণা রয়েছে তাঁদের?”

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥