• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

আলতা ফড়িং-এর ব্যাঙ্ক বাবুর বদলে আসছে গঙ্গারাম! জল্পনা প্রসঙ্গে মুখ খুললেন অর্ণব 

স্টার জলসা অত্যন্ত জনপ্রিয় একটি ধারাবাহিক হল আলতা ফড়িং (Alta Phoring)। ধারাবাহিকের নায়িকা ফড়িংয়ের  চরিত্রে অভিনয় করছেন খেয়ালী মন্ডল  (Kheyali Mondal)। তার বিপরীতে নায়ক অর্থাৎ ব্যাংক বাবুর চরিত্রে দেখা যাচ্ছে জনপ্রিয় টেলি অভিনেতা অর্ণব বন্দোপাধ্যায় (Arnab Banerjee) কে।  অল্পদিনের মধ্যেই ধারাবাহিকে তাদের রসায়ন মন জয় করে নিয়েছে দর্শকদের।

প্রতি সপ্তাহে টিআরপি তালিকাতেও বেশ ভালই রেজাল্ট করে এই ধারাবাহিক। যার অন্যতম মূল ইউএসপিই হলো ফড়িং এবং তার ব্যাঙ্ক বাবুর মিষ্টি রসায়ন। কিন্তু শোনা যাচ্ছে এবার ফাটল ধরতে চলেছে এই সম্পর্কে। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে পড়েছে একটি খবর। জানা যাচ্ছে ধারাবাহিকে  ব্যাংক বাবুর এই চরিত্রে আর দেখা যাবে না অভিনেতা অর্ণব ব্যানার্জীকে।

   

আলতা ফড়িং,Alta Phoring,অর্ণব ব্যানার্জী,Arnab Banerjee,অভিষেক বসু,Abhishek Bose,জল্পনা,Rumour

ধারাবাহিকে খুবতাড়াতাড়িই নাকি তার পরিবর্তে আসতে চলেছেন জনপ্রিয় টেলি অভিনেতা অভিষেক বসু অর্থাৎ জনপ্রিয় গঙ্গারাম সিরিয়ালের নায়ক। প্রসঙ্গত স্টার জলসায় গঙ্গারাম শেষ হতে না হতেই এই চ্যানেলেরই জনপ্রিয়নাচের রিয়ালিটি শো ‘ডান্স ডান্স জুনিয়রের মঞ্চে ক্যাপ্টেন হিসেবে দেখা যাচ্ছে অভিষেককে।

আলতা ফড়িং,Alta Phoring,অর্ণব ব্যানার্জী,Arnab Banerjee,অভিষেক বসু,Abhishek Bose,জল্পনা,Rumour

তবে সত্যিই কি এবার ছোটপর্দার গঙ্গারামই যে জায়গা নিতে চলেছেন পর্দার ব্যাংকবাবুর? এ নিয়ে সম্প্রতি মুখ খুলেছিলেন খোদ ব্যাঙ্কবাবু অভিনেতা অর্ণব বন্দোপাধ্যায়।সংবাদমাধ্যমে তিনি জানিয়েছেন এমন কোন কিছুই  হচ্ছে না. অসুস্থতার কারণে তিনি কিছুদিন সিরিয়াল থেকে বিরতি নেবেন ঠিকই। তবে তাকে আর কোনদিন ব্যাংক বাবু চরিত্রে দেখা যাবে না এ কথা ঠিক নয়।

আলতা ফড়িং,Alta Phoring,অর্ণব ব্যানার্জী,Arnab Banerjee,অভিষেক বসু,Abhishek Bose,জল্পনা,Rumour

এছাড়া সিরিয়ালে তার পরিবর্তে অভিষেক বসুকে দেখা যাবে এই খবরও  সঠিক নয়। জানা যাচ্ছে সিরিয়ালে একটি বিশেষ চরিত্রে কিছুদিনের মধ্যেই এন্ট্রি নেবেন অভিষেক বসু এই কথা ঠিক কিন্তু তার মানে এই নয় যে তার চরিত্রে এবার থেকে তার পরিবর্তে দেখানো হবে অভিষেক  বসুকে।