• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

জোড়া লাগলো ব্যাঙ্ক বাবুর ভাঙা সম্পর্ক! তিন মাস পর আবার একসাথে অর্ণব-ঈপ্সিতা

Published on:

Arnab Banerjee Ipshita Mukherjee Photo goes Viral

টেলি দুনিয়ার সেলিব্রেটি মিষ্টি জুটি হলেন অর্ণব ব্যানার্জি এবং ঈপ্সিতা মুখার্জী (Arnab Banerjee Ipshita Mukherjee)। দুজনেই একই পেশার হওয়ায় সিরিয়ালে অভিনয়ের সূত্রেই তাদের পরিচয়,বন্ধুত্ব এবং প্রেম। যা ২০২২ সালে গিয়ে পরিণতি পেয়েছিল আইনি বিয়েতেও। কথা ছিল ওই একই বছরে ডিসেম্বরে তাদের সামাজিক বিয়ের।

কিন্তু আচমকাই সেই পরিকল্পনা ভেস্তে যায়। দুজনের মধ্যে মনোমালিনের জেরে তৈরী হয় বিচ্ছেদ গুঞ্জন। তবে সেই সমস্ত গুঞ্জন ছাপিয়ে অর্ণব-ঈপ্সিতার সোশ্যাল মিডিয়া পোস্ট এদিনকার্যত হৈ চৈ ফেলে দিয়েছে সোশ্যাল মিডিয়ায়। প্রায় তিন মাস পর ক্যামেরায় ধরা দিয়েছেন এই জুটি। উত্তরবঙ্গের বিজন বাড়িতে নিরিবিলি পরিবেশে দাঁড়িয়ে এদিন নিজেদের একটি ঝাপসা ছবি শেয়ার করে নিয়েছেন টালিপাড়ার এই মিষ্টি জুটি।

Arnab Banerjee and Ipsita Mukherjee

ছবিতে দুজনের মুখ স্পষ্ট না হলেও বোঝা যাচ্ছে দুজন দুজনের চোখের দিকে তাকিয়ে ডুব দিয়েছেন প্রেমের সাগরে। এমন সুন্দর একটি ছবি পোস্ট করে ছবির ক্যাপশনে অর্ণব লিখেছেন ‘ব্লারড’। এই ছবি শেয়ার করা মাত্রই কমেন্ট সেকশনে উপচে পড়েছে অনুরাগীদের শুভেচ্ছা বার্তা। অভিনন্দন জানিয়েছেন জনপ্রিয় জুটির টেলিপাড়ার বন্ধুরা।

তাদের মধ্যে বিশেষভাবে নজর কেড়েছে পর্দার ব্যাঙ্ক বাবুর ফড়িং অভিনেত্রী খেয়ালি মন্ডলের কমেন্ট। সহ অভিনেতা অর্থাৎ অনস্ক্রিন ব্যাঙ্কবাবুর ছবিতে খেয়ালি লিখেছেন ‘উফ আমার দুপুরটা ভালো হয়ে গেল’। এই ছবিটা দেখে আবার কেউ লিখেছেন ‘এই ভাবেই জুড়ে থেকো। তোমরা মেড ফর ইচ আদার’।

বাংলা সিরিয়াল,Bengali Serial,তারকা জুটি,Celebrity Couple,অর্ণব ব্যানার্জি,Arnab Banerjee,ঈপ্সিতা মুখার্জী,Ipshita Mukherjee,একসাথে,Togrther,ছবি ভাইরাল,Photo Viral

আবার কেউ প্রিয় জুটির কাছে আবদার করেছেন এবার জলদি বিয়েটা সেরে ফেলো।  প্রসঙ্গত জি বাংলার জনপ্রিয় সিরিয়াল আলোছায়া করতে গিয়েই আলাপ হয় অর্ণব-ঈপ্সিতার।  এই সিরিয়ালে তারা দেওর বৌদির চরিত্রে অভিনয় করেছিলেন।

বাংলা সিরিয়াল,Bengali Serial,তারকা জুটি,Celebrity Couple,অর্ণব ব্যানার্জি,Arnab Banerjee,ঈপ্সিতা মুখার্জী,Ipshita Mukherjee,একসাথে,Togrther,ছবি ভাইরাল,Photo Viral

তবে গত বছরের শেষের দিকে যখন তাদের মধ্যে বিচ্ছেদের গুঞ্জন ডানা মেলেছিল তখন অর্ণব-ঈপ্সিতার কেউই বিচ্ছেদ নিয়ে স্পষ্টভাবে কিছুই জানাননি। তবে তিন মাস পর প্রিয় জুটিকে আবার একসাথে হতে দেখে বেজায় খুশি হয়েছেন তাঁদের অনুরাগীরা।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥