• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

প্যাচ আপ হতেই সুখবর, ‘গুড নিউজ’ অর্ণব ঈপ্সিতার পরিবারে!

বাংলা সিরিয়ালের (Bengali Serial) জগতে অন্যতম কিউট জুটি হলেন অভিনেতা অর্ণব ব্যানার্জি এবং অভিনেত্রী ঈপ্সিতা মুখার্জী (Arnab Banerjee & Ipshita Mukherjee)। একসাথে অভিনয় অভিনয় করতে এসে নায়ক নায়িকার প্রেমের বিষয়টি বিনোদন জগতে নতুন নয় একেবারেই। যার অন্যতম উদাহরণ হলেন এই সেলেব কাপল। সম্প্রতি বিচ্ছেদের জল্পনায় জল ঢেলে আবার এক হয়েছেন তাঁরা।

অর্ণব ঈপ্সিতার প্রেম কাহানিও শুরু হয়েছিল একটি সিরিয়ালে একসাথে কাজের সুবাদে। সেই সিরিয়ালে যদিও ঈপ্সিতা সম্পর্কে অর্ণবের বৌদি হয়েছিলেন। হ্যাঁ আসলে এখানে কথা হচ্ছে জি বাংলার জনপ্রিয় সিরিয়াল ‘আলো’ নিয়ে। এই সিরিয়ালে অভিনয়ের সূত্রেই এই তারকা জুটির পরিচয়,বন্ধুত্ব এবং প্রেম।

   

বাংলা সিরিয়াল,Bengali Serial,অর্ণব ব্যানার্জি,Arnab Banerjee,ঈপ্সিতা মুখার্জী,Ipshita Mukherjee,নতুন সদস্য,New Member,চমচম,ChomChom,পোষ্যের  অভিভাবক,Pet Parent

যা ২০২২ সালে গিয়ে পরিণতি পেয়েছিল আইনি বিয়েতেও। কথা ছিল ওই একই বছরে ডিসেম্বরে তাঁদের সামাজিক বিয়ের। কিন্তু আচমকাই সেই পরিকল্পনা ভেস্তে যায়। দুজনের মধ্যে মনোমালিনের জেরে তৈরী হয় বিচ্ছেদ গুঞ্জন।

তবে সেই সমস্ত গুঞ্জন ছাপিয়ে প্রায় এক মাস আগে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয় অর্ণব-ঈপ্সিতারএকটি মিষ্টি ছবি। যা দেখে রীতিমতো হৈ চৈ ফেলে দেয়নেট পারে। উত্তরবঙ্গের বিজন বাড়িতে নিরিবিলি পরিবেশে দাঁড়িয়ে নিজেদের একটি ঝাপসা ছবি শেয়ার করে নিয়েছিলেন টালিপাড়ার এই মিষ্টি লাভ বার্ডস।

বাংলা সিরিয়াল,Bengali Serial,অর্ণব ব্যানার্জি,Arnab Banerjee,ঈপ্সিতা মুখার্জী,Ipshita Mukherjee,নতুন সদস্য,New Member,চমচম,ChomChom,পোষ্যের  অভিভাবক,Pet Parent

ভাইরাল সেই ছবিতে দুজনের মুখ স্পষ্ট বোঝা না গেলেও দুজন দুজনের চোখের দিকে তাকিয়ে ডুব দিয়েছিলেন প্রেমের সাগরে। এই ছবি শেয়ার করে ক্যাপশনে অর্ণব লিখেছিলেন ‘ব্লারড’। ভাঙা সমরক জোড়া লাগার এক মাস ঘোড়ার আগেই এক নতুন সুখবর দিলেন হবু দম্পতি। এবার তাঁদের পরিবারে আগমন ঘটল এক নতুন সদস্যের।

বাংলা সিরিয়াল,Bengali Serial,অর্ণব ব্যানার্জি,Arnab Banerjee,ঈপ্সিতা মুখার্জী,Ipshita Mukherjee,নতুন সদস্য,New Member,চমচম,ChomChom,পোষ্যের  অভিভাবক,Pet Parent

যার নাম চমচম। এদিন ঈপ্সিতা অর্ণব দুজনেই মাঝে এই নতুন সদ্যকে বসিয়ে তার দিকেই এক দৃষ্টিতে তাকিয়ে হাসি মুখে বসে ছিলেন। কিন্তু এই চমচম? আসলে চমচম হল অর্ণব-ঈপ্সিতার নতুন পোষ্য তথা এক পার্শিয়ান বিড়াল। পুচকি এই সদস্যর অদূরে ছবি দিয়ে ক্যাপশনে এদিন ঈপ্সিতা লিখেছিলেন ‘‘আমাদের পরিবারের নতুন সদস্য।’ প্রসঙ্গত আলতা ফরিদ শেষ হওয়ার পর অর্ণব এখন ছুটি কাটালেও ঈপ্সিতা এই মুহূর্তে ;বালিঝড়’ এবং ‘এক্কা দোক্কা’ দুটি সিরিয়ালে অভিনয় করছেন।