বলিউডের (Bollywood) দিক থেকে মুখ ফিরিয়ে নিয়েছে দর্শকরা। একের পর এক সিনেমা বক্স অফিসে মুখ থুবড়ে পড়েছে। সেই তালিকায় নাম রয়েছে আমির খানের ‘লাল সিং চাড্ডা’ থেকে শুরু করে অক্ষয় কুমারের ‘রক্ষা বন্ধন’ (Raksha Bandhan)। ছবি মুক্তির আগেই সোশ্যাল মিডিয়ায় উঠছে বয়কটের (Boycott) ডাক। যা নিয়ে কার্যত দুশ্চিন্তায় ভুগছেন তারকারা। এবার এই নিয়ে প্রকাশ্যে মুখ খুললেন অভিনেতা অর্জুন কাপুর (Arjun Kapoor)।
‘বয়কট বলিউড’ (Boycott Bollywood) ট্রেন্ড নিয়ে বলিউডের একাধিক তারকা এর আগে মুখ খুলেছেন। আমির খান, অক্ষয় কুমার, করিনা কাপুরের মতো অনেক তারকারা দর্শকদের কাছে আর্জিও করেছেন ছবি বয়কট না করার। কিন্তু তাতে কাজের কাজ কিছুই হয়নি।
রোজকার চলতে থাকা এই বিতর্ক নিয়ে এবার মুম্বইয়ের এক সংবাদসংস্থার কাছে মুখ খুলেছেন বনি কাপুরে পুত্র অর্জুন। ‘ইশকজাদে’, ‘গুন্ডে’, ‘কি অ্যান্ড কা’ খ্যাত অভিনেতা বলেন, ‘আমরা এই বিষয়ে কোনও কথা না বলে বেশি ক্ষতি করছি। কারণ এই কারণে সবাই এটাকে আমাদের দুর্বলতা হিসেবে ধরে নিচ্ছেন। তবে আমি বিশ্বাস করি, সবার ওপরে কাজ সত্য। মানুষের কাজই কিন্তু কথা বলে’।
গত প্রায় দু’বছর ধরে বিনোদন ইন্ডাস্ট্রিকে নিয়ে এই বিতর্ক চলছে। অর্জুনের মতে, ‘আমরা প্রয়োজনের তুলনায় একটু বেশিই সহ্য করে ফেলছি’। ইন্ডাস্ট্রির সকলকে একজোট হয়ে এই সমস্যা সমাধান করতে হবে বলে মত অভিনেতার।
বলিউডের ইতিহাসে একাধিকবার একাধিক সিনেমা বয়কটের ডাক উঠেছে। তবে নেটদুনিয়ার মাধ্যমে সেই ‘বয়কট’ ট্রেন্ড আরও জোরালো হয়ে উঠেছে। এখন অবশ্য শুধুমাত্র বলিউডেই নয়, টলিউডেও এসে পড়েছে এই সিনেমা বয়কট করা ট্রেন্ডের আঁচ। সম্প্রতি যেমন রাজ চক্রবর্তী পরিচালিত ‘ধর্মযুদ্ধ’ বয়কটের ডাক উঠেছে।
বারবার একই প্রশ্ন উঠে আসছে শাসক দলের সঙ্গে মিত্রতা না থাকলেই কি এমন পরিস্থিতির সম্মুখীন হতে হবে? এই প্রসঙ্গে রাজের বক্তব্য, ‘এক দল মানুষ বসেই থাকেন এই ভেবে যে কীভাবে কাঠি করা যায়। সিনেমা না দেখেই নিজেদের মত প্রকাশ করে তাঁরা। এই জিনিসটি যত দ্রুত সম্ভব বন্ধ করা উচিত’।