• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

শুধুই ফুর্তি বৌ হবে না কোনোদিন! মালাইকার সাথে সম্পর্ক নিয়ে বিস্ফোরক মন্তব্য অর্জুন কাপুরের

বলিউডের অন্যতম চর্চিত কাপলদের মধ্যে একটি হল অর্জুন কাপুর (Arjun Kapoor) এবং মালাইকা অরোরার (Malaika Arora) জুটি। কখনও তাঁদের বয়সের বিশাল ফারাক, আবার কখনও তাঁদের দুর্দান্ত রসায়ন- নেটিজেনদের চর্চার কেন্দ্রে মাঝেমধ্যেই এসব চলে আসে। গত কয়েকদিন ধরে আবার দু’জনের বিয়ে (Marriage) নিয়ে চর্চা তুঙ্গে উঠেছিল। এবার এই বিষয় নিয়ে মুখ খুললেন অর্জুন নিজে।

সম্প্রতি করণ জোহর সঞ্চালিত ‘কফি উইথ করণ’এ গিয়েছিলেন বনি কাপুরের পুত্র অর্জুন। সঙ্গে গিয়েছিলেন তাঁর খুড়তুতো বোন তথা অভিনেত্রী সোনম কাপুর। সেখানেই ‘ইশকজাদে’ খ্যাত অভিনেতাকে বিয়ে নিয়ে জিজ্ঞেস করেন সঞ্চালক করণ।

   

Karan Johar in Koffee With Karan

‘কভি খুশি কভি গম’ খ্যাত পরিচালকের প্রশ্নে বিয়ে নিয়ে একেবারে সোজাসাপ্টা জবাব দেন অর্জুন। মালাইকার সঙ্গে সাত পাক ঘোরা প্রসঙ্গে অভিনেতা বলেন, ‘না। আর সত্যি কথা বলতে, কোভিড এবং লকডাউন করে দু’বছর কেটে গেল। এবার আমি শুধু নিজের কেরিয়ারের ওপর ফোকাস করতে চাই’।

Malaika Arora and Arjun Kapoor

অর্জুনের সংযোজন, ‘করণ আমি খুব বাস্তববাদী মানুষ। আমি কিছু লুকোতে চাই না। আমি এখানে বসে মিথ্যা বলতে চাই না। সত্যি কথা বলতে আমি কাজের দিক থেকে একটু ভালো জায়গায় যেতে চাই। আমি অর্থের দিক থেকে বলছি না। আমি মানসিকদিক থেকে বলছি। আমি এমন কাজ করতে চাই, যা আমাকে খুশি করবে। কারণ আমি নিজে খুশি থাকলে নিজের সঙ্গীকে খুশি রাখতে পারব এবং আনন্দে জীবন কাটাতে পারব। আমার মনে হয়, আমার জীবনের অনেকটা খুশি কাজ থেকেই আসে’।

অর্জুন কাপুর Arjun Kapoor

একদিকে অর্জুন যখন মালাইকার সঙ্গে নিজের বিয়ের পরিকল্পনা নিয়ে মুখ খোলেন, তেমনই অপরদিকে তাঁর বোন সোনমকে নিজের প্রেগন্যান্সি বলতে শোনা যায়। শুধু তাই নয়, বিমানবন্দরে পাপারাৎজি তাঁকে শুভেচ্ছা না জানানোয় নিজের দুঃখও প্রকাশ করেন অনিল কাপুরের কন্যা।

অর্জুনের কাজের দিক থেকে বলা হলে, সম্প্রতি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে অর্জুন অভিনীত ‘এক ভিলেন রিটার্নস’। বক্স অফিসে চরম ফ্লপ হয়েছে ছবিটি। এখন বনি কাপুরের পুত্রের হাতে ‘কুত্তে’, ‘কানেডা’, ‘মেরি পত্নী কা রিমেক’ এবং ‘দ্য লেডি কিলার’ রয়েছে।