• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

হাঁটুর বয়সী ছেলের সাথে ৮ বছর সহবাস, অবশেষে গর্ভবতী মালাইকা! সুখবর নিয়ে মুখ খুললেন অর্জুন কাপুর

Published on:

Malaika Arora Pregnancy news Arjun Kapoor finally opens mouth

বলিউডের অন্যতম চর্চিত কাপল হলেন অর্জুন কাপুর (Arjun Kapoor) এবং মালাইকা অরোরা (Malaika Arora)। তাঁদের নিয়ে সংবাদমাধ্যমে চর্চা লেগেই থাকে। বয়সে ছোট অর্জুনের সঙ্গে এক ছেলের মা মালাইকার প্রেম নিয়ে কম কটাক্ষও করেন না নেটিজেনদের একাংশ। তবে সেসব যাই হোক না কেন, এবার এই তারকা জুটির অনুরাগীদের জন্য এল বিরাট সুখবর। ফের মা হচ্ছেন বলিউডের ‘মুন্নি’ (Malaika Arora pregnant)।

এমনিতেই চলতি বছরটা বলিউড তারকাদের ব্যক্তিগত জীবনের দিক দিয়ে বেশ ভালোই কেটেছে। একাধিক তারকার পরিবারে খুদে সদস্য। চলতি বছরই মা হয়েছেন সোনম কাপুর, আলিয়া ভাট, বিপাশা বসুর মতো নামী অভিনেত্রীরা। এবার এই লিস্টে নাম তুললেন অর্জুন প্রেমিকা মালাইকাও।

Malaika Arora and Arjun Kapoor

বলিউড সুপারস্টার সলমন খানের ভাই আরবাজ খানের সঙ্গে বিবাহবিচ্ছেদ হওয়ার পর থেকে ‘ইশকজাদে’ অভিনেতা অর্জুনের সঙ্গে সম্পর্কে রয়েছেন মালাইকা। বেশ কয়েক বছর গোপনে প্রেম করার পর ২০১৮ সালে নিজেদের সম্পর্কের ব্যপারে প্রকাশ্যে ঘোষণা করেন তাঁরা। খাতায় কলমে কিংবা সাত পাক ঘুরে বিয়ে না করলেও একসঙ্গে লিভ ইন করেন দু’জনে।

কয়েক সপ্তাহ আগেই মালাইকা এবং অর্জুনের বিয়ের খবরে ছেয়ে গিয়েছিল সংবাদমাধ্যমগুলি। যদিও সেই বিষয়ে বিশদে কিছু জানার আগেই শোনা গেল, গর্ভবতী হয়ে পড়েছেন বলিউডের ‘ছাইয়া ছাইয়া গার্ল’। সন্তান আসার এই ‘খুশির খবর’এ মুখ খুলেছেন হবু বাবা অর্জুন নিজে।

Malaika Arora মালাইকা অরোরা

সম্প্রতি একটি সংবাদমাধ্যমের তরফ থেকে মালাইকার মা হওয়ার খবর ফাঁস করে দেওয়া হয়। আর তা দেখেই চটে যান ‘হবু বাবা’ অর্জুন। সোশ্যাল মিডিয়ায় নিজের রাগের বহিঃপ্রকাশও করেছেন তিনি। সংশ্লিষ্ট সংবাদমাধ্যম এবং সেই সংবাদমাধ্যমের সাংবাদিকদের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিয়েছেন তিনি। অর্জুনের রাগের কারণ হল এই খবরটি ভুয়ো। অর্থাৎ মা হচ্ছেন না মালাইকা। আর তাতেই বিরক্ত হয়ে গিয়েছেন বলি অভিনেতা।

Arjun Kapoor on Malaika Arora pregnancy

সংশ্লিষ্ট সংবাদমাধ্যম এবং সাংবাদিকের নাম নিয়ে অর্জুন লেখেন, ‘এতটাই নীচে নামতে পারতেন এবং নেমেও গেলেন। আর চুপ করে সহ্য করা নয়। অমানবিক এবং অনৈতিক। সংবাদের নামে নোংরা জিনিস পরিবেশন করা হচ্ছে। এই সাংবাদিক এমন সংবাদ নিয়মিতভাবে লিখে যাচ্ছেন এবং পার পেয়ে যাচ্ছেন কারণ আমরা এমন ভুয়ো গসিপকে এড়িয়ে যাই। কিন্তু এই ভুয়ো খবরগুলিই ছড়িয়ে পড়তে পড়তে সত্যি হয়ে যায়। আমাদের ব্যক্তিগত জীবন নিয়ে আর খেলার চেষ্টাও করবেন না’।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥