• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

বলিউডের হিরো হয়ে শিকে ছেঁড়েনি, ভাগ্য ফেরাতে সাউথই ভরসা! Pushpa 2’তে ভিলেন হচ্ছেন অর্জুন কাপুর

Published on:

Arjun Kapoor is reportedly going to play the role of villain in Pushpa 2

নেপোটিজম বিতর্কে বলিউড (Bollywood) বরাবরই সরগরম থেকেছে। তবে একথা কিন্তু সত্যি ট্যালেন্ট যদি না থাকে, তাহলে ইন্ডাস্ট্রিতে টিকে থাকা খুবই কঠিন। এই কথাটি কিন্তু বনি কাপুরের পুত্র অর্জুন কাপুরের (Arjun Kapoor) অজানা নয়। দীর্ঘ দিন ইন্ডাস্ট্রিতে থাকা সত্ত্বেও তিনি কিন্তু নজর কাড়তে ব্যর্থ হয়েছেন। তবে এবার শোনা যাচ্ছে, বলিউডে নজর কাড়তে ব্যর্থ হওয়ার পর এবার দক্ষিণ ভারতীয় ইন্ডাস্ট্রিতে পাড়ি দিচ্ছেন অভিনেতা।

হ্যাঁ, ঠিকই দেখছেন। বি টাউনের অন্দরের গুঞ্জন, শীঘ্রই সাউথে পাড়ি দিতে চলেছেন অর্জুন। শুধু তাই নয়, সাউথের এই নামী সুপারস্টারের সঙ্গে স্ক্রিনও শেয়ার করতে দেখা যাবে বনি পুত্রকে। আজকের প্রতিবেদনে সেই আপডেটই দেওয়া হল।

Arjun Kapoor

আসলে গত কয়েকদিন ধরেই বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন থেকে জানা যাচ্ছে, আল্লু অর্জুন অভিনীত ব্লকবাস্টার সিনেমা ‘পুষ্পা’য় (Pushpa 2) ভিলেনের চরিত্রে দেখা যাবে বলি তারকাকে। জানা গিয়েছে, ‘পুষ্পাঃ দ্য রাইজ’এ ভিলেনের চরিত্রে সাউথ সুপারস্টার ফাহাদ ফাসিলকে দেখা গেলেও, সিক্যুয়েলে তিনি থাকবেন না। সেখানে ভিলেনের চরিত্রে দেখা যাবে অর্জুনকে।

এই সংবাদ সামনে আসার পর থেকেই দর্শকদের একাংশ যেমন খুশি হয়েছিলেন, তেমনই আবার ফাহাদ থাকবেন না শুনে কষ্টও পেয়েছেন অনেকে। সম্প্রতি এই বিষয়ে ‘পুষ্পা’র পরিচালককে জিজ্ঞেস করা হয়েছিল। তাঁকে জিজ্ঞেস করা হয়, সত্যিই কি ‘পুষ্পা ২’এ থাকবেন অর্জুন?

Pushpa Jhukega nahi style

এই প্রশ্নের জবাবে ‘পুষ্পা’ পরিচালক সটান বলেন, এসব গুজব একেবারেই মিথ্যে। ‘পুষ্পা ২’এ থাকবেন ফাহাদ ফাসিল। অর্জুন কাপুর মোটেই থাকবেন না এই ব্লকবাস্টার সিনেমায়। সম্প্রতি যে সকল সংবাদ সামনে এসেছে তা একেবারেই ভুয়ো।

পাশাপাশি ‘পুষ্পা’ পরিচালক এও জানান যে, আগামী ২০ থেকে ৩০ অক্টোবর থেকে শুরু হবে ‘পুষ্পাঃ দ্য রুল’এর শ্যুটিং। ছবির প্রথম শিডিউল হায়দ্রাবাদে হবে। এরপর বাকি দৃশ্যের শ্যুটিং দেশের বাকি অংশে করা হবে। শোনা গিয়েছে, পশ্চিমবঙ্গেও ‘পুষ্পা ২’এর শ্যুটিং করতে আসবেন আল্লু অর্জুনরা।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥