• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

ভোট না পেয়ে হেরে গিয়েছিলেন ‘ফেম গুরুকূলে’! আজ সেই অরিজিৎ সিং দেশের এক নম্বর গায়ক

রাত হলেই প্রেমিক, প্রেমিকার কানে হালকা আওয়াজে বাজতে থাকে অরিজিৎ সিং (Arijit Singh)-এর গান। এই অরিজিৎ সিং মানেই আবেগের নাম, অরিজিৎ সিং মানেই মন ভালো করা গান। তবে অসংখ্য ব্যর্থতা পেরিয়েই তবে এই জায়গায় পৌঁছাতে পেরেছেন অরিজিৎ। তার প্রতিভার মূল্য তিনি প্রথমে মোটেই পাননি।

সালটা ২০০৫, টেলিভিশনের পর্দায় আর চারপাঁচটা রিয়েলিটি শো’এর মতোই একটি রিয়েলিটি শো’তে সূযোগ পেয়েছিলেন মূর্শিদাবাদের সমু। খুব অল্প দিনেই নিজের গানের যাদুতে সকলের মন জিতেছিলেন অরিজিৎ। স্বয়ং শংকর মহাদেবানও তার গানের প্রশংসায় ছিলেন পঞ্চমুখ, কিন্তু তবুও হলনা শেষ রক্ষা। বাধ সাধলো ভাগ্য। ভোটের অভাবে ওই রিয়েলিটি শোয়ে ষষ্ঠ আসন পাওয়া ছেলেটিকে তখনও কেউ চেনেনি।

   

Arijit Singh অরিজিৎ সিং

এরপর কেটে গিয়েছিল বেশ কিছু বছর, তারপর তার গলায় গানের মাদকতায় আশিকী-২ (Aashiqui-2) ছবিতে ‘তুম হি হো’ গেয়েই বিপুল জনপ্রিয়তা পান অরিজিৎ। এরপর বলিউড থেকে টলিউড লাগাতার অসংখ্য হিট গান উপহার দিয়েছেন গায়ক।২০১০-১১ নাগাদ সংগীত পরিচালক প্রীতমের বিভিন্ন প্রোজেক্টে কাজ করতে শুরু করেন তিনি।

https://youtu.be/htTzO21nCJM

সেই রিয়েলিটি শো’এর পর প্রায় ষোলো বছর পেরিয়ে গেছে, এবং শ্রোতাদের ভোটে বাদ চলে যাওয়া সেই ছোট্ট সমু এই মূহুর্তে ভারতবর্ষের সব থেকে জনপ্রিয় গায়ক স্বয়ং অরিজিৎ সিং। এত সাফল্যের পরেও মাটির মানুষ তিনি। নেই কোনোও তারকা সত্তা। এখনও সুযোগ পেলেই গ্রামের বাড়িতে গিয়ে নিজের ইচ্ছে মতো ঘুরে বেড়ান ঝাঁকড়া চুলের ছেলেটা। আজ ৩৪ এ পা দিলেন সকলের প্রিয় গায়ক।