গত বুধবারেই মা হারা হয়েছেন অরিজিৎ সিং (Arijit Singh), সেই শোক সামলে ওঠা সহজ নয়। তবে এর মাঝেও ‘মানুষ’ হিসেবে নিজের দায়িত্ব পালন করে গেলেন গায়ক। মা হারানোর যন্ত্রণা বুকে নিয়েই মুর্শিদাবাদের পাশে দাঁড়ালেন অরিজিৎ। জেলা স্বাস্থ্য দপ্তরের হাতে তুলে দিলেন পাঁচটি হাই ফ্লো ন্যাজাল অক্সিজেন থেরাপি মেশিন, যাতে অক্সিজেনের অভাবে কাউকে তড়পাতে না হয়।
সালটা ২০০৫, টেলিভিশনের পর্দায় আর চারপাঁচটা রিয়েলিটি শো’এর মতোই একটি রিয়েলিটি শো’তে সূযোগ পেয়েছিলেন মূর্শিদাবাদের সমু। খুব অল্প দিনেই নিজের গানের যাদুতে সকলের মন জিতেছিলেন অরিজিৎ। স্বয়ং শংকর মহাদেবানও তার গানের প্রশংসায় ছিলেন পঞ্চমুখ, কিন্তু তবুও হলনা শেষ রক্ষা। বাধ সাধলো ভাগ্য। ভোটের অভাবে ওই রিয়েলিটি শোয়ে ষষ্ঠ আসন পাওয়া ছেলেটিকে তখনও কেউ চেনেনি।
তবে আজ জনপ্রিয়তার শিখরে পৌঁছেও প্রচার বিমুখ থাকতেই পছন্দ করেন তিনি। সদ্য মা অদিতি সিং-কে হারান তিনি। চলতি মাসের শুরুতেই সাউথ কলকাতার একটি হাসপাতালে ভর্তি হয়েছিলেন অরিজিৎ সিংয়ের মা অদিতি দেবী। চিকিৎসার জন্য তাঁকে জিয়াগঞ্জ থেকে প্রথমে বহরমপুর মাতৃসদনও পরে কলকাতায় নিয়ে যাওয়া হয়। প্রয়োজন হয়েছিল প্রয়োজন A – রক্তের। এই খবর পাওয়া মাত্রেই এগিয়ে এসেছিলেন শ্রীলেখা মিত্র ও সৃজিত মুখোপাধ্যায়ের মত টলিউডের প্রথম সারির তারকারা। সকলের সহযোগীতায় সেবারের মতো সুস্থ হয়ে উঠেছিলেন তিনি।
দিন তিনেক আগেই করোনা মুক্ত হয়েছিলেন তিনি। এরপর ভেন্টিলেশন সাপোর্টেই ছিলেন তিনি। কিন্তু তবুও শেষমেশ মা’কে বাঁচাতে পারলেন না গায়ক। হাসপাতাল সূত্রে খবর, সেরিব্রাল স্ট্রোকে মৃত্যু হয়েছে তাঁর।