• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

বরফির মামী সাজার পাট শেষ! এবার মিঠাইয়ের জীবনকে নরক বানাতে মনোহরায় আসছেন অরিজিতা 

‘মিঠাই’ (Mithai) মানেই চমক। প্রত্যেক সপ্তাহেই সিরিয়ালে থাকছে নিত্য নতুন চমক। ওমি আগারওয়ালের পর্ব মিটতে না মিটতেই ইতিমধ্যেই সিরিয়ালে অনেকেই ভেবেছিলেন মনোহারা বোধহয় খলনায়ক শূন্য হয়ে পড়েছে। কিন্তু সিরিয়ালে তো তা হওয়ার নয়। তাই ভাই ওমি আগরওয়ালের মৃত্যুর বদলা নিতে সিড মিঠাইয়ের জীবনে আবারও এন্ট্রি নিয়েছে ওমির দাদা আদিত্য আগারওয়াল।

সে ইতিমধ্যেই ভালো সেজে পিছন দিয়ে গুছিয়ে ছুরি মারার কাজ শুরু করে দিয়েছে। বাড়ি বয়ে এসে সবাইকে মিথ্যে বলে বোকা বানানোর চেষ্টা করে যাচ্ছে সে। কিন্তু তোর্ষা খুব ভালো করেই চেনে ওই শয়তানটাকে। তাই আগে থেকেই সে সিড মিঠাইকে সতর্ক করে দিয়ে যায়। এরই মধ্যে জানা যাচ্ছে মিঠাইতে আগমন ঘটতে চলেছে আরো একজন নতুন খলনায়িকার (Villain)।

   

মিঠাই,Mithai,খলনায়িকা,Villain,অরিজিতা মুখোপাধ্যায়,Arijita Mukhopadhyay

তিনি হলেন ‘ফেলনা’ ‘গোধূলি আলাপ’ এবং আয় তবে সহচরি খ্যাত অরিজিতা মুখোপাধ্যায় (Arijita Mukhopadhyay)। প্রসঙ্গত সদ্য শেষের মুখে আয় তবে সহচরী। ধারাবাহিকে বরফির মামি রেণুকার চরিত্রে অভিনয় করে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছেন অরাজিতার কাজ। এই সিরিয়ালের কাজ শেষ হতে না হতেই এবার মিঠাইতেও কাজের সুযোগ পেয়ে গিয়েছেন অভিনেত্রী।

মিঠাই,Mithai,খলনায়িকা,Villain,অরিজিতা মুখোপাধ্যায়,Arijita Mukhopadhyay

এ প্রসঙ্গে আনন্দবাজার অনলাইনে অভিনেত্রী জানিয়েছেন  মিঠাইয়ে আবারও নেগেটিভ চরিত্রে ধরা দিচ্ছেন তিনি। তবে সরাসরি মিঠাইয়ের জীবনে সমস্যা তৈরি করতে নয় আসলে কাউন্সিলর প্রমিলা লাহা সেজে মোদক পরিবারের সাথে ঘাত-প্রতিঘাতে নামতে দেখা যাবে তাঁকে। জানা যাচ্ছে গতকাল অর্থাৎ শনিবার থেকেই ধারাবাহিকে শুরু হয়েছে তার শুটিং।

মিঠাই,Mithai,খলনায়িকা,Villain,অরিজিতা মুখোপাধ্যায়,Arijita Mukhopadhyay

বছরভর একাধিক ধারাবাহিকের পাশাপাশি ওয়েব সিরিজেও চুটিয়ে কাজ করেন অরাজিতা। বাংলার একাধিক জনপ্রিয় ধারাবাহিক ছাড়াও একাধিক জনপ্রিয় ওয়েব সিরিজেও দেখা গিয়েছে তাঁকে। সদ্য ‘সম্পূর্ণা’  নামের একটি ওয়েব সিরিজেও গুরুত্বপূর্ণ একটি চরিত্রে কাজ করেছেন তিনি। সেইসাথে আরও একটি সিরিজে কাজের কথা চলছে আরিজিতার, সেইসাথে হাতে রয়েছে ‘ডাল বাটি চুরমা’র ডাবিং-এর কাজ।