• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

‘দিদি নম্বর ১’এ গিয়েও সৃজন-পর্ণাকে ধমক! বাবুউউর মায়ের কান্ড দেখে অবাক রচনাও

Published on:

Arijita Mukhopadhyay AKA Neem Phuler Modhu Krishna scolded Srijan and Parna from Didi No. 1

বাংলা টেলি দুনিয়ার অত্যন্ত পরিচিত মুখ হলেন অরিজিতা মুখোপাধ্যায় (Arijita Mukhopadhyay)। দর্শকদের কাছে তাঁর পরিচিতি অবশ্য ‘বাবুউউর মা’ অথবা কৃষ্ণা (Krishna) নামেই বেশি। জি বাংলার ‘নিম ফুলের মধু’ (Neel Phuler Modhu) ধারাবাহিকে অভিনয় করেই এই নামেই বাংলার প্রত্যেক ঘরে ঘরে পৌঁছে গিয়েছেন অরিজিতা। সম্প্রতি সেই অভিনেত্রীই গিয়েছিলেন ‘দিদি নম্বর ১’এ।

রচনা বন্দ্যোপাধ্যায় সঞ্চালিত এই শোয়ে প্রত্যেকদিনই বাংলার নানান দিদিরা উপস্থিত হন। সাধারণ বাড়ির বৌ থেকে তারকা- সকলকেই অংশগ্রহণ করতে দেখা গিয়েছে এই শোয়ে। সম্প্রতি ‘দিদি নম্বর ১’এ উপস্থিত হয়েছিলেন বাংলা টেলি দুনিয়ার জনপ্রিয় অভিনেত্রীরা। নিজের মাকে সঙ্গে নিয়ে খেলতে গিয়েছিলেন ‘বাবুউউর মা’ ওরফে অরিজিতাও।

Actress Arijita Mukhopadhyay praise Nim Fuler Madhu

পর্দার কৃষ্ণা থিয়েটারের দুনিয়ার মানুষ। পর্দায় তাঁর সাবলীল অভিনয় দক্ষতা দেখলেই অবশ্য সেকথা কিছুইটা আঁচ করে নেওয়া যায়। আজ টেলি দুনিয়ার নামী অভিনেত্রীদের মধ্যে একজন হয়ে গিয়েছেন অরিজিতা। তবে তাঁর অভিনেত্রী হওয়ার এই যাত্রা কিন্তু একেবারেই সহজ ছিল না। বরং অনেক লড়াই করে এই স্থান অর্জন করেছেন তিনি।

‘নিম ফুলের মধু’তে অভিনয়ের আগে ‘সম্পূর্ণা’, ‘ইন্দু’, ‘কুলের আচার’এ অরিজিতাকে দেখেছেন দর্শকরা। এছাড়া ‘মিঠাই’ এবং ‘আয় খুকু আয়’ ধারাবাহিকে খলনায়িকার চরিত্রেও অভিনয় করেছিলেন তিনি। অরিজিতা অভিনীত প্রত্যেকটি চরিত্রই একে অপরের থেকে আলাদা। প্রত্যেকটি চরিত্রেই রয়েছে নতুনত্বের ছোঁয়া।

Arijita Mukhopadhyay, Arijita Mukhopadhyay in Didi No. 1

এই মুহূর্তে যেমন রক্ষণশীল শাশুড়ি কৃষ্ণার ভূমিকায় অভিনয় করছেন তিনি। এই ধরণের চরিত্রে অরিজিতাকে কখনও দেখেনি দর্শকরা। সম্প্রতি ‘দিদি নম্বর ১’এ গিয়েও কৃষ্ণার মতো করে সৃজন (Srijan) এবং পর্ণাকে (Parna) হুঁশিয়ারি দিতে দেখা যায় অরিজিতাকে।

‘বাবুউউর মা’য়ের মতো ভঙ্গিতে অরিজিতা বলেন, আমি এখানে খেলতে এসেছি মানে তোমার বৌয়ের ওপর নজর রাখছি না তা কিন্তু নয়। তাই তুমি বেশি ঘুরু ঘুরু করো না। অরিজিতার মুখে একথা শুনেই হাসিতে ফেটে পড়েন রচনা। সংলাপ সম্পূর্ণ করে অরিজিতাও হাসতে থাকেন। দর্শকরাও যে ‘বাবুউউর মা’য়ের এই ডায়লগ শুনে বেশ মজা পেয়েছেন তা আর বলে দিতে হয় না।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥