• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

কিশোর কুমারেরও রেকর্ড ভাঙতে চলেছেন অরিজিৎ! গর্বিত গোটা বাংলা

Updated on:

Kishore Kumar Arijit Singh Filmfare Award Best Playback Singer

এই মুহূর্তে বাংলার তথা গোটা দেশের গর্ব হলেন গায়ক (Singer) অরিজিৎ সিং (Arijit Singh)। সম্প্রতি তাঁর মুকুটে জুড়েছে আরও  এক নতুন পালক। প্রসঙ্গত ভারতীয় সিনেমা জগতের নামজাদা অ্যাওয়ার্ড শোগুলির মধ্যে অন্যতম হলো ফ্লিমফেয়ার আওয়ার্ড (Filmfare Award)।

প্রত্যেক বছরেই এই অনুষ্ঠানে বলিউড (Bollywood) ফিল্ম ইন্ডাস্ট্রির প্রতিভাবান অভিনেতা অভিনেত্রী থেকে শুরু করে গায়িকা সমস্ত শিল্পীদেরই পুরস্কার দিয়ে সম্মান জানানো হয়। তবে এবারের এই ৬৮ তম ফ্লিমফেয়ার অ্যাওয়ার্ডের মঞ্চ ছিল অরিজিতময়।

গায়ক,Singer,অরিজিৎ সিং,Arijit Singh,ফ্লিমফেয়ার আওয়ার্ড,Filmfare Award,বলিউড,Bollywood,কিশোর কুমার,Kishore Kumar,নতুন রেকর্ড,New Record

এদিন সঞ্চালনা করেই এই ফ্লিমফেয়ারের মঞ্চ মাতিয়ে রেখেছিলেন বলিউডের ভাইজান সালমান খান। এবছর অনুষ্ঠান সঞ্চালনার দায়িত্ব ছিল তাঁরই কাঁধে। তবে গোটা অ্যাওয়ার্ড ফাংশনে সকলের মধ্যমণি হয়েছিলেন একজনই, তিনি হলেন বাংলার ভূমিপুত্র অরিজিৎ সিং।

এ বছর ফিল্ম ফেয়ার অ্যাওয়ার্ডসে সমালোচকদের বিচারে সেরা গায়কের পুরস্কার উঠেছে অরিজিৎ সিং এর ঝুলিতেই। গত বছর মুক্তিপ্রাপ্ত রণবীর কাপুর এবং আলিয়া ভট্টের  সিনেমা ‘ব্রহ্মাস্ত্র’-এর জনপ্রিয় গান ‘কেশরিয়া’ ব্যাপক হিট হয়েছিল গোটা দেশে।

কিশোর কুমার Kishore Kumar

এই গানের জন্যই এদিন সেরা সেরা গায়কের পুরষ্কার উঠেছে অরিজিৎ সিংয়ের ঝুলিতে। তবে মজার বিষয় হল এবার এই ফিল্ম ফেয়ার অ্যাওয়ার্ড জিতেই বাংলার তথা দেশের একজন কিংবাংবদন্তি গায়ককেও এবার ছাপিয়ে যেতে চলেছেন অরিজিৎ। আর তিনি হলেন সুরের জাদুকর তথা এভারগ্রিন গানের স্রষ্টা কিশোর কুমার (Kishore Kumar)।

Arijit Singh, Arijit Singh first crush, Arijit Singh crush, Arijit Singh teacher

আসলে রেকর্ড অনুযায়ী এখনো পর্যন্ত সেরা প্লে ব্যাক সিঙ্গার হিসেবে কিশোর কুমারের ঝুলিতেই রয়েছে সর্বোচ্চ ৮ টি সেল ফিল্ম ফেয়ার অ্যাওয়ার্ড। আজ অবধি এই রেকর্ড ছুঁতে পর্যন্ত পারেনি কেউ। তবে এবার মনে করা হচ্ছে একজন বাঙালি গায়ক হিসাবেই খুব তাড়াতাড়ি কিশোর কুমারের সেই রেকর্ড ভাঙতে চলেছেন অরিজিৎ।  কারণ আর একটি ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড জিতলেই কিশোর কুমারকেও ধরে ফেলবেন অরিজিৎ। যা তাঁর পক্ষে কঠিন নয় একেবারেই।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥