• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

স্বামীর মতই মাটির মানুষ! প্রথমবার অরিজিৎ সিংয়ের সাথে ক্যামেরাবন্দি স্ত্রী, রইল ভিডিও

Published on:

Arijit Singh's with wife Koel video goes viral

এই মুহূর্তে ভারতীয় সংগীত জগতের অন্যতম সেরা গায়ক (Singer) বলতে প্রথমেই আসে একটাই নাম, তিনি হলেন বাংলার জিয়াগঞ্জের ছেলে অরিজিৎ সিং (Arijit Singh)। আট থেকে আশি সকলেই এখন বুঁদ অরিজিৎ সিং-এর সুরের জাদুতে। এত বড় মাপের একজন শিল্পী হয়েও খুবই সাধারণ জীবন যাপনে অভ্যস্ত তিনি।

তবে শুধু গানের গলাই নয় সেইসাথে অনুরাগীদের কাছে অত্যন্ত আকর্ষণীয় অরিজিৎ সিং-এর ব্যক্তিত্বও। আজ দেশের অন্যতম সেরা গায়ক (Singer) তিনি। কিন্তু তারপরেও খ্যাতির শীর্ষে পৌঁছেও অহংকার শব্দটা আজ পর্যন্ত ছুঁতে  পারেনি তাঁকে, এতটাই সাধারণ তিনি। ইতিপূর্বে তাঁর সেই সাদামাটা জীবন যাপনের ছবি সামনে এসেছে একাধিক বার।

গায়ক,Singer,অরিজিৎ সিং,Arijit Singh,স্ত্রী,Wife,কোয়েল সিং,Koel Singh,ভাইরাল ভিডিও,Viral Video,সোশ্যাল মিডিয়া,Social Media

এমনিতে সবাই জানান বরাবরই নিজেকে লাইমলাইট থেকে দূরে রাখতেই ভালোবাসেন অরিজিৎ। পাশাপাশি দূরেই রাখেন নিজের ব্যক্তিগত জীবনকেও। স্ত্রী কোয়েল (Koel)সহ সন্তানদেরও সেভাবে ক্যামেরার সামনে আনেননি অরিজিৎ। তাদের সাথে সেভাবে ছবিও শেয়ার করেন না গায়ক। তাছাড়া কোনো অনুষ্যেও অংশ নিতে দেখা যায় না অরিজিৎ ঘরণীকে।

স্ত্রী কোয়েল সম্পর্কে একবার এক সাক্ষাৎকারে অরিজিৎ জানিয়েছিলেন লাইমলাইট থেকে দূরে থাকতেই  পছন্দ করেন কোয়েল। খুব সাধারণ জীবন যাপন পছন্দ তার। অর্থাৎ ঠিক যেমনটা পছন্দ করেন অরিজিৎ নিজেও। সম্প্রতি এয়ারপোর্ট থেকে বেরনোর পথেই অরিজিতের সাথেই  পাপারাৎজির ক্যামেরাবন্দি হয়েছিলেন তাঁর স্ত্রী কোয়েল।

ei
View this post on Instagram

 

A post shared by Viral Bhayani (@viralbhayani)

সোশ্যাল মিডিয়ায় (Social Media) নিমেষের মধ্যে ভাইরাল হয়ে পড়ে  অরিজিৎ ও কোয়েলের এই ভিডিয়ো (Viral Video)। এয়ারপোর্ট থেকে স্ত্রী কোয়েলের হাত ধরে অরিজিৎ সিং-কে বেরতে দেখে কমেন্ট সেকশনে উপচে নানান মন্তব্য। কেউ লিখেছেন তিনি অরিজিৎ সিং-এর স্ত্রীকে এই প্রথম দেখলেন। আবার কেউ তারিফ করেছেন এত বড় তারকা হয়েও আরজিৎ-এর এত সাধারণ জীবন যাপনের।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥