• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

গুরুতর অসুস্থ গায়ক অরিজিৎ সিংয়ের স্ত্রী, ভর্তি হলেন বহরমপুর হাসপাতালে

গুরুতর অসুস্থ জনপ্রিয় গাইয়ক অরিজিৎ সিংয়ের (Arijit Singh) স্ত্রী কোয়েল রায় সিং (Koyel Roy Singh)। মুর্শিদাবাদের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন তিনি। স্ত্রীকে নিয়ে বেজায় চিন্তায় রয়েছেন গায়ক। অপরদিকে প্রিয় গায়কের অবস্থা দেখে দুশ্চিন্তায় ঘুম উড়েছে ভক্তদেরও।

শোনা গিয়েছে, অরিজিৎ’এর স্ত্রীয়ের ডেঙ্গি হয়েছে। এই মুহূর্তে এমনিতেই সারা রাজ্য জুড়ে মশাবাহিত এই রোগের প্রকোপ অনেকটাই বেড়েছে। যা চিন্তার কারণ হয়ে গিয়েছে প্রশাসনের। কলকাতা তো বটেই, শহরতলিতেও ডেঙ্গি আক্রান্ত হচ্ছেন অনেকে। এবার সেই ডেঙ্গিই থাবা বসালো জনপ্রিয় গায়কের বাড়িতে। তবে আপাতত অরিজিৎ’এর স্ত্রী (Arijit Singh wife) কোয়েল স্থিতিশীল আছেন বলেই জানা গিয়েছে।

   

Arijit Singh with wife

বলিউডের জনপ্রিয় গায়ক অরিজিৎ’এর স্ত্রী কোয়েল সাধারণত লাইমলাইট  থেকে দূরে থাকতেই পছন্দ করেন। ক্যামেরার পিছনে সাদামাটা জীবন কাটানোই পছন্দ তাঁর। অবশ্য শুধুমাত্র কোয়েলই নন, অরিজিৎ নিজেও সাধারণ জীবনযাপন করতেই পছন্দ করেন। ২০১৪ সালে যখন তাঁরা সাত পাক ঘুরেছিলেন, তখনও কিন্তু অনেকে জানতেই পারেননি তাঁদের বিয়ের কথা।

জানিয়ে রাখি, কোয়েল অরিজিৎ’এর দ্বিতীয় স্ত্রী। তিনি গায়কের ছোটবেলার বান্ধবী। কিন্তু বড় হওয়ার পর কোয়েলের অন্য জায়গায় বিয়ে হয়ে যায়। অপরদিকে গায়ক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করার পর ব্যস্ত হয়ে পড়েন অরিজিৎ নিজেও। বেশ কয়েক বছর পর বিয়েও কয়েক গায়ক। তবে রেজিস্ট্রি করলেও সামাজিকভাবে সাত পাক ঘোরার আগেই বিচ্ছেদ হয়ে যায় গায়ক এবং তাঁর প্রথম স্ত্রীর।

Arijit Singh with wife

অপরদিকে কোয়েলেরও ততদিনে ডিভোর্স হয়ে গিয়েছে। অরিজিৎ গিয়ে তাঁকে বিয়ের প্রস্তাব দেন। সেই প্রস্তাব মেনে নেন কোয়েল। ২০১৪ সালে তারাপীঠ মন্দিরে গিয়ে বাঙালি মতে চুপিচুপি বিয়ে সাড়েন তাঁরা।

কোয়েলের প্রথম পক্ষের এক পুত্রসন্তান এবং দ্বিতীয় পক্ষের দুই ছেলে মেয়েকে নিয়ে এখন সুখে সংসার দু’জনে। একবার এক সাক্ষাৎকারে স্ত্রীয়ের সম্বন্ধে বলার সময় অরিজিৎ বলেছিলেন, কোয়েল সাধারণভাবে জীবন কাটাতেই পছন্দ করেন। গ্ল্যামারের ঝাঁ চকচকে দুনিয়ায় আসা বিশেষ পছন্দ নয় তাঁর।

site