• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

লাইভ কনসার্টে চমকে দিলেন অরিজিৎ, ‘তুমি আমাদের গর্ব’ বললেন রূপম

Updated on:

Arijit Singh Rupam Islam sang together in Kolkata Live Consert

গতকাল কলকাতায় অরিজিৎ সিং (Arijit Singh) এর কনসার্টে তৈরি করল এক ম্যাজিক মোমেন্ট (Magic Moment)। যা নিঃসন্দেহে প্রত্যক্ষদর্শী সংগীত প্রেমীদের (Music Lover)কাছে একটা সম্পদ হয়ে থাকবে। শুরু থেকে যা ছিল অরিজিৎ সিং এর কনসার্ট কিছুক্ষণের মধ্যেই তা হয়ে গেল ‘ট্রিবিউট টু রুপম ইসলাম’ (Rupam Islam)। গোটা কনসার্টের মূল আকর্ষণ ছিল বাংলার রকস্টার রুপম ইসলামের ‘একলা ঘর’ (Ekla Ghor) গানে রুপম-অরিজিতের যুগলবন্দী।

যা শুনে এক কথায় মন্ত্রমুগ্ধ শহরবাসী। এই বিশেষ মুহূর্তটাকে রুপম ইসলাম নিজে নাম দিয়েছেন ‘হ্যাপি অ্যাক্সিডেন্ট’। যার ভিডিও হু হু করে ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। মাটির মানুষ অরিজিতেরএমন রূপ অদেখা হলেও অচেনা নয় ভক্তদের কাছে। তাই সকলেই বলাবলি করছেন সোশ্যাল মিডিয়ার লোক দেখানো জগতে সবাই যখনএকে অপরকে টেনে নীচে নামাতে ব্যস্ত তখন অরিজিতের মতো সাফল্যের চূড়ায় বসে থাকা একজন শিল্পী কি অবলীলায় শিখিয়ে দিয়ে গেলেন জীবনের মূলমন্ত্র।

কলকাতা,Kolkata,অরিজিৎ সিং,Arijit Singh,কনসার্ট,Concert,ম্যাজিক মোমেন্ট,Magic Moment,রুপম ইসলাম,Rupam Islam,একলা ঘর,Ekla Ghor

যা নিয়ে ইতিমধ্যেই প্রচুর লেখালিখি হচ্ছে সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে সংবাদমাধ্যমে। এ বিষয়ে প্রতিক্রিয়া জানতে এদিন আনন্দবাজার অনলাইনের তরফে যোগাযোগ হয়েছিল খোদ রূপম ইসলামের সাথে। এপ্রসঙ্গে রূপম বলেছেন ‘অরিজিৎ আর আমার যুগলবন্দি নিয়ে সবাই এত লেখালিখি করছেন তা আমাদের দু’জনের কাছেই বড় প্রাপ্তি।’

প্রসঙ্গত এদিন জানা গেল  অরিজিৎসিংয়ের সাথে রূপমের আলাপ নাকি দীর্ঘ দিনের।সেই স্মৃতিচারণ করে রূপম জানান ‘জিয়াগঞ্জ, ওর শহরে এক বার আমি কনসার্ট করতে গিয়েছিলাম। সেখানে অরিজিৎ উপস্থিত না থাকতে পারলেও আমাদের জন্য বিশেষ বার্তা পাঠিয়েছিল। মনে পড়ছে একবার মুম্বইয়ে আত্মগোপন করে আমার কনসার্টে গান শুনতে এসেছিল অরিজিৎ। এ রকমও হয়েছে, রাতে আমার গান শুনতে শুনতে অরিজিৎ আমাকে হোয়াটসঅ্যাপ কল করেছে। আর গত কাল আচমকাই যে মুহূর্ত তৈরি হয়েছিল, তার পর আমি সত্যিই আপ্লুত’।


এদিনের সেই ম্যাজিক মোমেন্টের ভিডিও শেয়ার করে সোশ্যাল মিডিয়ায় রূপম লিখেছেন ‘ধন্যবাদ অরিজিৎ, ভালবাসি তোমায়। এই প্রথম আমাদের সামনাসামনি দেখা। তাও আবার গানে গানে। এর চেয়ে ভাল আর কী হোত!সম্পূর্ণ অনুষ্ঠান দারুণ আনন্দ করেছি। বিশেষ করে তোমার গলায় ‘ভূত আর তিলোত্তমা’— শেষ পাতে ছিল উপরি পাওনা।আবার হবে’।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥