• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

IPL এর মঞ্চেও মন জিতলেন অরিজিৎ সিং, গায়কের কাণ্ডে প্রশংসায় পঞ্চমুখ গোটা নেটপাড়া

Published on:

Arijit Singh IpLKoyel Singh Viral Video

‘অরিজিৎ সিং (Arijit Singh) এমনই একজন মানুষ যাঁকে অনুভব করা যায় শুধু, ছোঁয়া যায় না’।  বাংলার ভূমিপুত্র তথা দেশের নাম্বার ওয়ান গায়ক অরিজিৎ প্রসঙ্গে যথার্থই বলেছিলেন বাংলার জনপ্রিয় কবি শ্রীজাত বন্দোপাধ্যায় (Srijato Bandopadhyay)। অরিজিৎ এমনই একজন শিল্পী যাঁকে দেখে এমনিই মাথা নত  হয়ে আসে শ্রদ্ধায়।

তিনি তাঁর সুরের জাদুতে নিমেষে ছুঁয়ে ফেলেন কোটি কোটি ভক্তের হৃদয়। তবে অরিজিতের শিল্পী সত্তাকে ছাপিয়ে গিয়েও বারবার দেশবাসিকে মুগ্ধ করেছে মাটির মানুষ অরিজিতের অমায়িক ব্যবহার আর সহজ সরল জীবনযাপন। সাফল্যের চূড়ায় বসেও কিভাবে মাটিতে পা রেখে চলা যায় তা শিখতে হয় এই শিল্পীর কাছ থেকে। আর এখানেই বাকি সবার থেকে একেবারে আলাদা তিনি।

বলিউড,Bollywood,অরিজিৎ সিং,Arijit Singh,আইপিএল,IPL,কোয়েল সিং,Koyel Singh,গান,Music,ভাইরাল ভিডিও,Viral Video,সোশ্যাল মিডিয়া,Social Media

কোটি কোটি টাকার মালিক হয়েও অরিজিতের সাধারণ জীবন যাপনের কায়দা বারবার মুগ্ধ করেছে অনুরাগীদের। আর এই ভাবেই তিনি বিরাজ করেন ভক্তদের মনের কাছাকাছি। সদ্য শুরু হওয়া ইন্ডিয়ান প্রিমিয়ার লীগ ওরফে আইপিএলের উদ্বোধনী মঞ্চে এমনই এক কান্ড ঘটিয়ে আরো একবার অনুরাগীদের মন জয় করেছেন জিয়াগঞ্জের এই ভূমিপুত্র।

বলিউড,Bollywood,অরিজিৎ সিং,Arijit Singh,আইপিএল,IPL,কোয়েল সিং,Koyel Singh,গান,Music,ভাইরাল ভিডিও,Viral Video,সোশ্যাল মিডিয়া,Social Media

স্টেডিয়াম ভর্তি উপস্থিত দর্শক অতিথি সকলের সামনেই আইপিএলের উদ্বোধনী অনুষ্ঠানের মঞ্চে দাঁড়িয়ে ভারতের প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির (Mahendra Singh Dhoni) পা ছুঁয়ে অবলীলায় প্রণাম করতে দেখা গিয়েছে অরিজিতকে। যা দেখে অনুরাগীরা বলছেন এই কাজ একমাত্র অরিজিৎই করতে পারেন।

বলিউড,Bollywood,অরিজিৎ সিং,Arijit Singh,আইপিএল,IPL,কোয়েল সিং,Koyel Singh,গান,Music,ভাইরাল ভিডিও,Viral Video,সোশ্যাল মিডিয়া,Social Media

আর সেই ভিডিও ঝড়ের বেগে ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। এদিনের এই ভিডিও দেখে অরিজিতের প্রতি তাঁর ভক্তদের শ্রদ্ধা গিয়েছে দ্বিগুণ বেড়ে। এরই মাঝে সম্প্রতি সোশ্যাল মিডিয়া ভাইরাল হয়েছে আরও একটি ভিডিও। যেখানে দেখা যাচ্ছে গানের অনুষ্ঠান শেষে ফেরার পথে বিমানবন্দরের মধ্যেই অরিজিৎ জড়িয়ে ধরলেন তার সবচেয়ে কাছের মানুষকে।

প্রসঙ্গত এদিনের এই অনুষ্ঠানে অরিজিতের সফর সঙ্গী হয়েছিলেন তার স্ত্রী কোয়েল সিং। ভাইরাল এই  ভিডিওতে দেখা যাচ্ছে ফেরার পথে বিমানবন্দরে স্ত্রীকে জড়িয়ে ধরেছেন অরিজিৎ। সোশ্যাল মিডিয়ায় দম্পতির এই মিষ্টি ভিডিও ভাইরাল হয়েছে মুহূর্তের মধ্যে। কমেন্ট সেকশনে ভালোবাসার ভরিয়ে দিয়েছেন অনুরাগীরাও।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥