• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

বিশ্বজোড়া খ্যাতি পেয়েও ভোলেননি বাংলাকে! রবি ঠাকুরের ছায়াতেই ছেলেদের বড় করবেন অরিজিৎ

অরিজিৎ সিং (Arijit Singh) শুধু একজন গায়কই নন মানুষ হিসেবেও তিনি অনেকের কাছেই আদর্শ। বিশ্ব জোড়া খ্যাতি পেয়েও বরাবরই মাটিতেই পা রেখেই চলেন এই গায়ক। তাই কোটি কোটি টাকার মালিক হওয়ার পাশাপাশি দেশের সর্বোচ্চ পারিশ্রমিক প্রাপ্ত গায়ক হয়েও মায়া নগরী মুম্বাইয়ের বিলাসবহুল জীবন-যাপন এবং দামী ফ্ল্যাট ছেড়ে তিনি স্ত্রী সন্তানদের নিয়ে রয়েছেন জিয়াগঞ্জে নিজের বাসভূমিতে।

শুধু তাই নয় নিজের দুই সন্তানকেও ছোট থেকেই অরিজিৎ অভ্যস্ত করে তুলেছেন আর পাঁচজন মধ্যবিত্ত বাঙালি ছেলেমেয়েদের মতোই অত্যন্ত সাধারণ জীবন যাপনে। তাই নামিদামি কোনো স্কুল নয় জিয়াগঞ্জেরই এক বেসরকারি স্কুলে পড়াচ্ছেন নিজের সন্তানদের। এই ভাবেই প্রতিনিয়ত অরিজিতের মানবিকতায় মুগ্ধ হয়ে চলেছেন তাঁর অসংখ্য অনুরাগী।

   

Arijit Singh, Arijit Singh hospital

কোটি কোটি টাকার মালিক হয়েও যেভাবে তিনি মানুষের সেবায় নিজেকে নিয়োজিত করে চলেছেন তা সত্যিই  মুগ্ধ করে সাধারণ মানুষ থেকে সেলিব্রেটি সবাইকে। এরই মধ্যে প্রকাশ্যে এসেছে সন্তানদের নিয়ে গায়কের করা ভবিষ্যৎ পরিকল্পনার কথা। যা শুনলে অবাক হবেন অনেকেই। সম্প্রতি বাংলার জনপ্রিয় লোক সংগীত গায়িকা পৌষালী বন্দোপাধ্যায় (Pausali Banerjee) সুযোগ পেয়েছিলেন অরিজিৎ সিংয়ের সাথে সাক্ষাৎ করার।

বলিউড,Bollywwod,গান,Music,প্লেব্যাক গায়ক,Playback Singer,বাঙালি গায়িকা,Bengali Singer,অরিজিৎ সিং,Arijit Singh,পৌষালী বন্দ্যোপাধ্যায়,Poushali Banerjee

সেখানে তিনি এই প্রিয়  শিল্পীকে একাধিক প্রশ্ন করেছিলেন। সেখানেই নাকি অরিজিৎ জানান ভবিষ্যতে তিনি তাঁর দুই ছেলে জুল ও আলিকে রবি ঠাকুরের শান্তিনিকেতনে পড়াতে চান।  প্রসঙ্গত পৌষালী নিজেই রবি ঠাকুরের শান্তিনিকেতনের মেয়ে। সেখানেই তার শিক্ষা লাভ করেছেন তিনি।

বলিউড,Bollywwod,গান,Music,প্লেব্যাক গায়ক,Playback Singer,বাঙালি গায়িকা,Bengali Singer,অরিজিৎ সিং,Arijit Singh,পৌষালী বন্দ্যোপাধ্যায়,Poushali Banerjee

এদিন অরিজিৎ পৌষালির কাছে জানতে চেয়েছিলেন ‘ছেলেদের ভবিষ্যতে শান্তিনিকেতনে পড়ানোর ইচ্ছে রয়েছে। শান্তিনিকেতন কি খুব ভালো? ভবিষ্যতে ছেলেদের ওখানে ভর্তি করতে চাইলে সাহায্য করবে? ‘অরিজিৎ সিং এর মত একজন এত বড় মাপের গায়কের এই সৌজন্যতা বোধ দেখে আবারও মুগ্ধ হয়েছিলেন পৌষালি।  তাই তিনিও সময় নষ্ট না করে অরিজিৎ সিংকে একবাক্য়ে বলেছেন ‘নিশ্চয়, ওটা তো আমার জায়গা, সবরকম সাহায্য করব’।