এই মুহূর্তে গোটা দেশের এক নম্বর গায়ক হলেন অরিজিৎ সিং (Arijit Singh)। বলিউড (Bollywood) হোক কিংবা টলিউড (Tollywood) সব ইন্ডাষ্ট্রিতেই এখন নতুন কোনো সিনেমা রিলিজ করা মানেই সংগীত পরিচালকদের প্রথম পছন্দ তিনি। তাঁর সুরের জাদুতে কাবু আসমুদ্র হিমাচল বিভিন্ন প্রজন্মের অসংখ্য সংগীত প্রেমী।
মুর্শিদাবাদের জিয়াগঞ্জের বাসিন্দা অরিজিতের যাত্রা শুরু হয়েছিল নয় নয় করে, আজ থেকে ১৮ বছর আগে ২০০৫ সালে। সেসময় সনি এন্টারটেইনমেন্ট এর জনপ্রিয় গানের রিয়ালিটি শো ‘ফেম গুরুকুল'(Fame Gurukul)-এর প্রতিযোগী হয়েই যাত্রা শুরু করেছিলেন অরিজিৎ। কিন্তু এরিমধ্যে প্রকাশ্যে এই শোতেই ঘটে যাওয়া এক অজানা কথা।
জানা গিয়েছে কেরিয়ারের শুরুতে এই অনুষ্ঠান থেকেই জীবনের খুব ভালো একজন বন্ধু পেয়েছিলেন অরিজিৎ। তিনি ছিলেন এই শো-এরই একজন প্রতিযোগী শমিত ত্যাগী। কিন্তু নিজের কেরিয়ারের স্বার্থে নাকি সেই ভালো বন্ধুর সাথেই বিশ্বাসঘাতকতা করেছিলেন গায়ক। একসময় অরিজিৎ-এর বিরুদ্ধে এমনই বিস্ফোরক অভিযোগ এনেছিলেন এই শোয়ের বিচারক ইলা অরুণ।
আসলে এই প্রতিযোগিতার নিয়ম অনুযায়ী যে দু’জন সব চেয়ে কম ভোট পেতেন। অনান্য প্রতিযোগিরা আবার তাঁদের জন্য ভোট দিতেন। এরপর যে সবচেয়ে কম ভোট পেত সেই প্রতিযোগিতা থেকে বিদায় নিত। একবার এমনই এক পরিস্থিতি তৈরী হওয়ায় সংকটে পড়েছিলেন অরিজিৎ এর বন্ধু শমিত। সেসময় সবাই শমিতকে ভোট দিলেও সবাইকে অবাক করে দিয়ে সেই ভোটিং রাউন্ডে অরিজিৎ তার বন্ধু শমিতকে ভোট না দিয়ে ভোট দিয়েছিলেন মনিকা নামের এক প্রতিযোগীকে।
তাই সেসময় অনেকেই বলতে শুরু করেন,নিজের বন্ধুকেই সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী মনে করতেন অরিজিৎ। তাই নাকি তিনি নিজেই চেয়েছিলেন শমিত ওই প্রতিযোগীতা থেকে বাদ পড়ুক। আর তাই এই শোয়ের বিচারক ইলা অরুণ অরিজিতের এই পদক্ষেপকে ‘বিশ্বাসঘাতকা’র তকমা দিয়েছিলেন।
তবে সব বিতর্ককে ছাপিয়ে গিয়ে অরিজিৎ আর শমিত আজও খুব ভালো বন্ধু। শমিত আজও গান বাজনা নিয়েই রয়েছেন। বিভিন্ন অনুষ্ঠানে গান করেন তিনি। এছাড়াও মাঝে মধ্যেই যোগ দেন বন্ধু অরিজিতের বিভিন্ন কনসার্টে। শমিতের ইনস্টাগ্রাম প্রোফাইলে চোখ রাখলে অরিজিতের সাথে তার বেশ কিছু ছবিও চোখে পড়ে।