• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

অরিজিতের বিরুদ্ধে ‘বিশ্বাসঘাতক’ অভিযোগ! ক্ষনিকের ভুল সিদ্ধান্তে হারিয়ে গেলেন প্রতিভাবান গায়ক

Updated on:

Arijit Singh Shamit Tyagi friendship story from fame gurukul

এই মুহূর্তে গোটা দেশের এক নম্বর গায়ক হলেন অরিজিৎ সিং (Arijit Singh)। বলিউড (Bollywood) হোক কিংবা টলিউড (Tollywood) সব ইন্ডাষ্ট্রিতেই এখন নতুন কোনো সিনেমা রিলিজ করা মানেই  সংগীত পরিচালকদের প্রথম পছন্দ তিনি। তাঁর সুরের জাদুতে কাবু আসমুদ্র হিমাচল বিভিন্ন প্রজন্মের অসংখ্য সংগীত প্রেমী।

মুর্শিদাবাদের জিয়াগঞ্জের বাসিন্দা অরিজিতের যাত্রা শুরু হয়েছিল নয় নয় করে, আজ থেকে ১৮ বছর আগে ২০০৫ সালে। সেসময় সনি এন্টারটেইনমেন্ট এর জনপ্রিয় গানের রিয়ালিটি শো ‘ফেম গুরুকুল'(Fame Gurukul)-এর প্রতিযোগী হয়েই যাত্রা শুরু করেছিলেন অরিজিৎ। কিন্তু এরিমধ্যে প্রকাশ্যে এই শোতেই ঘটে যাওয়া এক অজানা কথা।

Arijit Singh First songs were unpublished Unknown facts on Birthday

জানা গিয়েছে কেরিয়ারের শুরুতে এই অনুষ্ঠান থেকেই জীবনের খুব ভালো একজন বন্ধু পেয়েছিলেন অরিজিৎ। তিনি ছিলেন এই শো-এরই একজন প্রতিযোগী শমিত ত্যাগী। কিন্তু নিজের কেরিয়ারের স্বার্থে নাকি সেই ভালো বন্ধুর সাথেই বিশ্বাসঘাতকতা করেছিলেন গায়ক। একসময় অরিজিৎ-এর বিরুদ্ধে এমনই বিস্ফোরক অভিযোগ এনেছিলেন এই শোয়ের বিচারক ইলা অরুণ।

অরিজিৎ সিং,Arijit Singh,বলিউড,Bollywood,টলিউড,Tollywood,শমিত ত্যাগি,Shamit Tyagi,সংগীতশিল্পী,Musician,ফেম গুরুকুল,Fame Gurukul,বিস্বাসঘাতকতা,Cheating

আসলে এই প্রতিযোগিতার নিয়ম অনুযায়ী যে দু’জন সব চেয়ে কম ভোট পেতেন। অনান্য প্রতিযোগিরা আবার তাঁদের জন্য ভোট দিতেন। এরপর যে সবচেয়ে কম ভোট পেত সেই প্রতিযোগিতা থেকে বিদায় নিত। একবার এমনই এক পরিস্থিতি তৈরী হওয়ায় সংকটে পড়েছিলেন অরিজিৎ এর বন্ধু শমিত। সেসময় সবাই শমিতকে ভোট দিলেও সবাইকে অবাক করে দিয়ে সেই ভোটিং রাউন্ডে অরিজিৎ তার বন্ধু শমিতকে ভোট না দিয়ে ভোট দিয়েছিলেন মনিকা নামের এক প্রতিযোগীকে।

অরিজিৎ সিং,Arijit Singh,বলিউড,Bollywood,টলিউড,Tollywood,শমিত ত্যাগি,Shamit Tyagi,সংগীতশিল্পী,Musician,ফেম গুরুকুল,Fame Gurukul,বিস্বাসঘাতকতা,Cheating

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥