বলিউড গায়ক অরিজিৎ সিং (Arijit Singh)। সারা বিশ্বে তার লাখো লাখো ভক্ত। আজ অরিজিতের জন্মদিন। এদিন ৩৫ বছরে পা দিলেন অভিনেতা। অরিজিতের জন্ম ১৯৮৭ সালের ২৫ শে এপ্রিল, মুর্শিদাবাদের জিয়াগঞ্জে। অরিজিৎ সিং পরিচিত তার অমায়িক ব্যবহারের জন্য, সাধারণ জীবনযাপনের জন্য। তার মতো মিষ্টি স্বভাবের মানুষ আর দুটো হয়না।
তার গানের কথা যদি বলি, রাত হলেই প্রেমিক, প্রেমিকার কানে হালকা আওয়াজে বাজতে থাকে অরিজিৎ সিং (Arijit Singh)-এর গান। এই অরিজিৎ সিং মানেই আবেগের নাম, অরিজিৎ সিং মানেই মন ভালো করা গান। তবে অসংখ্য ব্যর্থতা পেরিয়েই তবে এই জায়গায় পৌঁছাতে পেরেছেন অরিজিৎ। স্বভাবে খুবই শান্ত এবং ধীরস্থির তিনি, গানে যতটা বলতে পারেন মুখে পারেননা।]
২০০৫ সালে ফেম গুরুকুল নামের একটি রিয়েলিটি শো দিয়েই তার প্রথম বলিউডে অভিষেক। তবে সেখানে জনপ্রিয়তার বিন্দুমাত্র পাননি তিনি, হতে পারেননি বিজয়ী-ও৷ আশিকী-২ (Aashiqui-2) ছবিতে ‘তুম হি হো’ গেয়েই বিপুল জনপ্রিয়তা পান অরিজিৎ। এরপর বলিউড থেকে টলিউড লাগাতার অসংখ্য হিট গান উপহার দিয়েছেন গায়ক।২০১০-১১ নাগাদ সংগীত পরিচালক প্রীতমের বিভিন্ন প্রোজেক্টে কাজ করতে শুরু করেন তিনি। আর এখন তাকে ছাড়া বলিউড বা টলিউডের সংগীত জগত কার্যত অচল।
সবে সবে যখন তার জনপ্রিয়তা বাড়ছে। তখনই একবার বেশ চাপে পড়ে গিয়েছিলেন গায়ক। নিজের স্টারডমের জেরেই ঘোরতর বিপদে পড়েছিলেন অরিজিৎ। ২০১৫ সালে মুম্বাইয়ের ওশিওয়ারা থানায় একটি লিখিত অভিযোগের মাধ্যমে অরিজিত জানিয়েছিলেন, তিনি আন্ডারওয়ার্ল্ড থেকে হুমকি পেয়েছেন, এবং তার কাছে ৫ কোটি টাকা দাবি করা হয়েছে। তিনি টাকা দিতে অস্বীকার করলে, তাকে দুটো ফ্রি শো করবার জন্যও চাপ দেওয়া হয়।এই সময় বেশ ঘাবড়ে গিয়েছিলেন অরিজিৎ সিং।