• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

টিকিটের দামে কেনা যাবে আস্ত ফ্ল্যাট! অরিজিৎ-র শোয়ের টিকিট বিকোচ্ছে এত লাখে

এই মুহূর্তের দেশের সঙ্গীত জগতের তারকাদের নামের তালিকা প্রস্তুত করা হলে সেখানে নিঃসন্দেহে শীর্ষে নাম থাকবে বঙ্গ তনয় অরিজিৎ সিংয়ের (Arijit Singh)। তাঁর মধুর কণ্ঠে মজেছেন বহু শ্রোতা। অরিজিৎ-এর রোম্যান্টিক গান থাকলে অনুরাগীদের আর কিছুই চাই না। এই নামী গায়কের প্রত্যেক অনুরাগীই স্বপ্ন দেখেন সামনে থেকে বসে তাঁর গান শোনার। কিন্তু সেই স্বপ্ন পূরণ হওয়ার পথে বাধা অরিজিৎ’এর কনসার্টের (Arijit Singh concert) আকাশছোঁয়া টিকিটের দাম!

কয়েকদিন আগেই অরিজিৎ’এর কলকাতা কনসার্টের টিকিটের আকাশছোঁয়া দাম (Arijit Singh concert ticket price) নিয়ে চর্চা শুরু হয়েছিল নেটপাড়ায়। দেখা গিয়েছিল, এক রাতে সামনে থেকে বসে অরিজিৎ’এর গান শুনতে যা খরচ পড়বে তার কাছে সস্তা এক ভরি সোনা! তবে এবার পুনের কনসার্টের টিকিটের দাম দেখে ভিরমি খাওয়ার দশা হয়েছে সকলের। কারণ সেই কনসার্টের একটি টিকিটের মূল্য দিয়ে অনায়াসে কিনে নেওয়া যাবে আস্ত একটি বাড়ি!

   

Arijit Singh

আগামী বছর জানুয়ারি মাসে পুনেতে পারফর্ম করবেন অরিজিৎ। গায়কের ‘ওয়ান নাইট অনলি ট্যুর’এর অংশ এই কনসার্ট। বি টাউনের নামী এই গায়কের গান সামনে থেকে শোনার সুযোগ হাতছাড়া করতে চাইছেন না কেউ। আর সেই কারণেই চড়চড় করে বেড়েছে টিকিটের দামও।

সম্প্রতি একজন নেটাগরিক অরিজিৎ’এর পুনে কনসার্টের টিকিটের দামের চার্ট সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন। সেখানে দেখা গিয়েছে, ৯৯৯ টাকা থেকে শুরু হয়েছে টিকিটের দাম। আর সেটি শেষ হয়েছে ১৬ লাখ টাকায়! হ্যাঁ, ঠিকই দেখছেন। আরাম করে অরিজিৎ’এর গান শুনতে হলে গুনে গুনে দিতে হবে ১৬ লাখ টাকা।

Arijit Singh Pune concert ticket price

বঙ্গ তনয়ের কনসার্টের ভেন্যুকে মোট ৮টি ভাগে ভাগ করা হয়েছে। ব্রোঞ্জ এবং সিলভার বিভাগ ছাড়া বাকি ৬টি বিভাগে বসে গান শোনা যাবে। এই ৮টি বিভাগের দাম যথাক্রমে ৯৯৯, ১৯৯৯, ৩৯৯৯, ৪৯৯৯, ৮৯৯৯, ১০ লাখ টাকা, ১২ লাখ টাকা, ১৪ লাখ টাকা, ১৬ লাখ টাকা। ১০, ১২, ১৪ এবং ১৬ লাখ টাকার বিভাগে অরিজিৎ’এর গান বসে তো শোনা যাবেই। সেই সঙ্গেই যত ইচ্ছা খাবার নেওয়া যাবে এবং প্রিমিয়াম পানীয়ের ব্যবস্থা থাকবে।

অরিজিৎ’এর কনসার্টের টিকিটের যে আকাশছোঁয়া চাহিদা হবে সেকথা আলাদা করে বলতে হয় না। কিন্তু প্রথম দু’টি বিভাগ বাদে প্রায় প্রত্যেকটি বিভাগের টিকিটের দাম সাধারণ মানুষের নাগালের বাইরে। তাই স্বাভাবিকভাবেই অনুরাগীদের একটি বড় অংশ এখন আয়োজকদের কাছে টিকিটের দাম কমানোর আবেদন করছেন। এবার দেখা যাক, শেষ পর্যন্ত আয়োজকরা সেই আবেদন শোনেন কিনা।

site