• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

গায়ক শুধু নন, ভালো মনেরও মানুষ অরিজিৎ সিং! তরুণ শিল্পীর প্রশংসা করে মন জিতলেন অনুরাগীদের

Published on:

বিসমিল্লাহ,Bismillah,অরিজিৎ সিং,Arijit Singh,দেবর্ষি ভট্টাচার্য,Deborshee Bhattacharjee,আজকে রাতে,Ajke Rate

গত সপ্তাহেই শুক্রবার প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে ইন্দ্রদীপ দাশগুপ্ত (Indradeep Dasgupta) পরিচালিত সিনেমা ‘বিসমিল্লাহ’ (Bismillah)। এই ধারাবাহিকে মুখ্য চরিত্রে রয়েছেন অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলী, ঋদ্ধি সেন, কৌশিক গঙ্গোপাধ্যায়। মুক্তির পর থেকে নানা বিষয়কে কেন্দ্র করে বিতর্কের মুখে পড়েছে এই সিনেমাটি। এমনকি সিনেমাটি বয়কটের ডাক পর্যন্ত দিয়েছেন অনেকেই।

তবে সম্প্রতি আরো একটি বিষয়কে কেন্দ্র করে শিরোনামে উঠে এসেছে সিনেমা। এবার আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে এই সিনেমারই একটি গান ‘আজকে রাতে’ (Ajke Rate)। অরিজিৎ সিং(Arijit Singh)-এর গলায় গাওয়া এই গানটির দারুন প্রশংসা করেছেন শাস্ত্রীয় সঙ্গীতপ্রেমীরা। সম্প্রতি এই গানকে নিয়ে করা শিল্পীর একটি মন্তব্যকে ঘিরে সোশ্যাল মিডিয়ায় রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে।

বিসমিল্লাহ,Bismillah,অরিজিৎ সিং,Arijit Singh,দেবর্ষি ভট্টাচার্য,Deborshee Bhattacharjee,আজকে রাতে,Ajke Rate

আসলে গতকালই একটি সোশ্যাল মিডিয়া পোস্টে গানটির ভিডিও লিংক পোস্ট করে অরিজিৎ জানিয়েছিলেন  এই গানটিতে আসলে তিনি  হুবহু নকল করেছেন একজন নতুন প্রতিভাবান বাঙালি শিল্পীকে। এই পোস্টটি ঘিরেই মুহূর্তের মধ্যে শোরগোল পড়ে যায় সোশ্যাল মিডিয়ায়। আসলে  ওই পোস্টে শিল্পী জানিয়েছেন তার এই গান গাওয়ার পিছনে একজন শিল্পীর বিশেষ অবদান রয়েছে যার ভোকাল গাইডেন্স ছাড়া তিনি এই গান গাইতে পারতেন না।

বিসমিল্লাহ,Bismillah,অরিজিৎ সিং,Arijit Singh,দেবর্ষি ভট্টাচার্য,Deborshee Bhattacharjee,আজকে রাতে,Ajke Rate

তিনি হলেন তরুণ প্রতিভাবান বাঙালি শিল্পী দেবর্ষি ভট্টাচার্য (Deborshee Bhattacharjee)। শাস্ত্রীয় সংগীত গাওয়ার জন্য বিশেষ নামডাক রয়েছে তার। নিজের শ্রোতাদের উদ্দেশ্যে যা অরিজিৎ জানিয়েছেন শুটিং ভার্সনে দেবর্ষি যেভাবে গানটি গেয়েছেন তিনি তার প্রতিটি লাইন অনুকরণ করেছেন। তাই এক শিল্পীর উদ্যেশ্যে আর এক শিল্পীর অনুরোধ তিনি যেন আরো বেশি করে গান গান।

বিসমিল্লাহ,Bismillah,অরিজিৎ সিং,Arijit Singh,দেবর্ষি ভট্টাচার্য,Deborshee Bhattacharjee,আজকে রাতে,Ajke Rate

অরিজিৎ-এর এই পোস্টের উত্তর দিয়ে পোস্টটি শেয়ার করে অরিজিৎ-এর উদ্যেশ্যে দেবর্ষি ভট্টাচার্য লিখেছেন ‘এটা সকলের সামনে বলার জন্য ধন্যবাদ। আমি আপনার গানের অনুরাগী। অরিজিৎ সিং এর মতো একজন শিল্পী এবং মানুষ এমনটা সকলের সামনে বলছেন, এটা আমার কাছে সম্মানের’।

বিসমিল্লাহ,Bismillah,অরিজিৎ সিং,Arijit Singh,দেবর্ষি ভট্টাচার্য,Deborshee Bhattacharjee,আজকে রাতে,Ajke Rate

তবে যে সমস্ত অনুরাগীরা দেবর্ষি ভট্টাচার্যের গলায় গাওয়া গানটি শোনার জন্য অনুরোধ করেছেন তাদের উদ্দেশ্যে তিনি বলেছেন এই গানটি শুধুমাত্র সিনেমাতেই ব্যবহৃত হয়েছে, আলাদাভাবে এখনো পর্যন্ত কোথাও প্রকাশ্যে আনা হয়নি। তাই যারা এই গানটি শুনতে চান তাদেরকে হলে গিয়ে তো এই সুন্দর সিনেমাটি দেখতে হবে।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥