স্বভাবে খুবই শান্ত এবং ধীরস্থির বলিউডের জনপ্রিয় গায়ক অভিজিৎ সিং (Arijit singh)। একাধিক প্রেমের গান গাইলেও তার নিজের প্রেম-কাহিনিতে ছিল অসংখ্য টানাপোড়েন। তাই তার ব্যক্তিগত জীবন বরাবরই প্রচার বিমুখ রাখতে পছন্দ করেন গায়ক। প্রেম থেকে বিচ্ছেদ সবেরই সাক্ষী থেকেছেন তিনি। তার প্রেম-কাহিনিতে রয়েছে একাধিক টুইস্ট, যা যেকোনোও ব্লক-ব্লাস্টার মুভিকেও সহজেই হার মানাবে।
২০০৫ সালে ফেম গুরুকুল নামের একটি রিয়েলিটি শো দিয়েই তার প্রথম বলিউডে অভিষেক। তবে সেখানে জনপ্রিয়তার বিন্দুমাত্র পাননি তিনি, হতে পারেননি বিজয়ী-ও৷ আশিকী-২ (Aashiqui-2) ছবিতে ‘তুম হি হো’ গেয়েই বিপুল জনপ্রিয়তা পান অভিজিৎ। এরপর বলিউড থেকে টলিউড লাগাতার অসংখ্য হিট গান উপহার দিয়েছেন গায়ক।২০১০-১১ নাগাদ সংগীত পরিচালক প্রীতমের বিভিন্ন প্রোজেক্টে কাজ করতে শুরু করেন তিনি।আর এখন অরিজিৎ সিং এর গান মাত্রই আবেগ, অনুভূতি, ভালোবাসার গান। অভিজিৎ সিং-য়ের নিজস্ব এই স্টাইলের জন্যই আজ তিনি সবার কাছে প্রিয়।
কিন্তু অরিজিৎ সিং এর ব্যক্তিগত জীবন নিয়ে রয়েছে অসংখ্য রটনা । শোনা যায় প্রথমে ফেম গুরুকুল প্রতিযোগীতার বিজয়িনী রুপরেখা ব্যানার্জীকে তিনি বিয়ে করেন। কিন্তু তা বেশিদিন স্থায়ী হয়নি। আর তারপর শুরু হয় তার নতুন প্রেম উপাখ্যান। ছোট বেলার বন্ধু কোয়েল রায়ের সঙ্গেই অবশেষে গাঁটছড়া বাঁধেন অরিজিৎ। গুছিয়ে সংসার ও করছেন তারা।
আজ হঠাৎই সোশ্যাল মিডিয়ায় মুখ খুললেন অরিজিতের প্রথম পক্ষের স্ত্রী রূপরেখা ব্যানার্জি। কিন্তু তিনি এতদিনের চলে আসা ধারণাকে কার্যত নাকচ করে দিয়ে জানালেন, “আমি অরিজিত সিং-এর প্রথম পক্ষের স্ত্রী নই।’ “অনেকদিন ধরেই আমি দেখছি অরিজিতের সঙ্গে আমার নাম জড়ানো হচ্ছে। প্রথমে আমি গুরুত্ব দিইনি। কিন্তু দিন দিন এটা বেড়েই চলেছে। অরিজিত কাকে প্রথম বিয়ে করেছিল সেটা আমার জানার প্রয়োজনীয়তা নেই। সেটা তাঁর ব্যক্তিগত ব্যাপার। তবে আমি ওর প্রথম পক্ষের স্ত্রী নই।’ রূপরেখা আরও জানান যে, তিনি একবারই বিয়ে করেছেন এবং তার স্বামীর নাম নলীনাক্ষ ভট্টাচার্য।