বাংলার ছেলে অরিজিৎ সিং (Arijit Singh) নিজের গানের মাধ্যমে কোটি কোটি মানুষের মন জয় করে নিয়েছেন। শুধু ভারতেই নয়, বিদেশেও অগণিত শ্রোতা রয়েছে তাঁর। এই মুহূর্তে দেশের সেরা সঙ্গীতশিল্পীর নাম জিজ্ঞেস করা হলে অনেকেই একবাক্যে তাঁর নামই নেবেন। এবার সেই গায়কই হাসপাতাল (Hospital) তৈরির মতো একটি মহৎ কাজ করছেন।
অরিজিৎ এমন একজন মানুষ যিনি এত বড় তারকা হলেও তাঁর মধ্যে কোনও তারকাসুলভ আচরণ নেই। মাটির কাছাকাছি সাধারণ মানুষের মতোই থাকতে ভালোবাসেন তিনি। সেই জন্যই তো অনায়াসে ট্রেনে চেপে কনসার্ট করতে চলে যান তিনি। তারকা হলেও ভক্তদের নাগালের বাইরে নয়, চিরকাল তাঁদের কাছাকাছি থাকতে চেয়েছেন ‘কেশরিয়া’ গায়ক।

অরিজিতের এই ‘মাটির মানুষ’ সুলভ ব্যবহার বারবার মুগ্ধ করেছে সকলকে। সেই জন্যই তো আট থেকে আশি- সকলে এই গায়কের ফ্যান। এবার তিনিই হাসপাতাল তৈরি করতে চলেছেন। শহর কলকাতা কিংবা নিজের এলাকা জিয়াগঞ্জ নয়, বরং জঙ্গিপুরে (Jangipur) এই হাসপাতালে বানাবেন তিনি।
‘কেশরিয়া’ গায়ক অতীতে একাধিকবার বলেছেন তিনি জঙ্গিপুতে সম্পূর্ণ নিজের খরচে একটি হাসপাতাল বানাতে চান। সাধারণ মানুষের চিকিৎসা পেতে যাতে কোনও অসুবিধা না হয় সেই জন্যই এই সিদ্ধান্ত নিয়েছেন তিনি। এবার সেই হাসপাতাল তৈরি নিয়েই একটি বড় আপডেট সামনে এসেছে।

বৃহস্পতিবার অর্থাৎ গতকাল মুর্শিদাবাদ এবং মালদা জেলার প্রশাসনিক বৈঠকে যোগ দিয়েছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সেখানেই উঠে আসে অরিজিতের হাসপাতাল তৈরির প্রসঙ্গ। মুখ্যমন্ত্রী বলেন, ‘গ্রামের ছেলে অরিজিৎ গ্রামের জন্য কিছু করতে চান। একটা হাসপাতাল তৈরি করতে চায় ও’। এরপরই তিনি এই বিষয়ে প্রশাসনকে যাবতীয় সহযোগিতা করার নির্দেশ দেন।
প্রসঙ্গত উল্লেখ্য, এই প্রথম নয়, অরিজিৎ এর আগেও বহুবার নিজের দুর্দান্ত ব্যবহারের মাধ্যমে সাধারণ মানুষের মন জয় করে নিয়েছেন। অনেকের বিপদে-আপদে এগিয়ে এসেছেন তিনি। এবার সাধারণ মানুষের স্বাস্থ্যের কথা ভেবে হাসপাতাল তৈরির মতো মহৎ সিদ্ধান্ত নিয়েছেন গায়ক। তাঁর এই সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছে প্রত্যেকে।














