• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

বিশ্বের দরবারে আবারও গর্বিত বাংলা! নতুন বিশ্ব রেকর্ড গড়লেন সকলের প্রিয় অরিজিৎ সিং

Published on:

Arijit Singh made new Record in Spotify beating many others

Arijit Singh made new World Record : অরিজিৎ সিং (Arijit Singh), নামটা ছোট থেকে বড় সকলেই একডাকে চেনেন। বাংলার ছোট্ট শহর জিয়াগঞ্জের (Jiyaganj) এই ছেলেকে আজ ভারত বটেই গোটা বিশ্ব চেনে। নিজের গানের জাদুতে সকলকে মন্ত্র মুগ্ধ করে তোলার ক্ষমতা রয়েছে অরিজিতের। তাই তো আপামর বাঙালির গর্ব তিনি। তবে শুধু গানে নয়, স্বভাবেও তিনি বারেবারে জয় করেছেন সকলের মন। আর এবার বিশ্বের নামীদামি তারকাদের টেক্কা দিয়ে বিশ্ব রেকর্ড গড়লেন অরিজিৎ সিং।

গানের জগতে দেখতে দেখতে এক দশকের বেশি সময় পার করে ফেলেছেন অরিজিৎ সিং। ইতিমধ্যেই অগণিত মানুষের ভালোবাসার পাশাপাশি ১২টি গ্রামি পুরস্কার পেয়েছেন তিনি। বিশ্ববিখ্যাত আর পাঁচটা গায়কের সমান হলেও আজও মাটির মানুষ তিনি। যেটা বারেবারে জিতে নেয় হৃদয়। তবে এরই মাঝে আবারও নতুন রেকর্ড গড়েছেন অরিজিৎ।

Arijit Singh
অরিজিৎ সিং

বিশ্বের সবচাইতে জনপ্রিয় গান শোনার প্ল্যাটফর্ম হল স্পটিফাই (Spotify)। যেখানে কোটি কোটি মানুষ গান শোনেন। জানা যাচ্ছে সেখানেই বিদেশী গায়কদের টেক্কা দিয়ে অরিজিৎ সিংয়ের গান শোনা হয়েছে সবচেয়ে বেশিবার। স্পটিফাইয়ের পক্ষ থেকে সেই পরিসংখ্যান তুলে ধরা হয়েছে।

আরও পড়ুনঃ একটা সিরিয়ালেই কোটিপতি, অভিনয় করে নীল-তৃণার মাসিক আয় শুনে বিষম খাচ্ছে দর্শকেরা!

অরিজিৎ সিংয়ের গানের ফলোয়ারের সংখ্যা ছাড়িয়েছে ৮ কোটি ৬০ লক্ষেরও বেশি। ভবিষ্যতে এই সংখ্যা আরও বাড়বে আর বিশ্বের সবচেয়ে বেশি অনুগামীর গায়ক হয়ে যেতে পারেন অরিজিৎ। বিশ্ব বিখ্যাত গায়িকা টেলর সুইফট, তাকেও টেক্কা দিয়েছেন অরিজিৎ সিং। শুধু তাই নয়, বিলি এইলিশকেও হার মানিয়েছেন বাংলার ছেলে অরিজিৎ। গায়কের এই সাফল্যে যেমন গর্বিত তেমনি খুশি বঙ্গবাসী তথা গোটা দেশ।

আরও পড়ুনঃ শট দিতে গিয়ে ভাইয়ের মুখটাই মনে পড়ে! পুতুল চরিত্রে অভিনয় নিয়ে মুখ খুললেন শ্রীতমা

Arijit Singh, Arijit Singh educational qualification

সেরার তালিকায় প্রথম স্থানে রয়েছেন এড শিরন যার অনুরাগীর সংখ্যা ১১ কোটি ৩০ লক্ষ পেরিয়েছে। এরপর রয়েছেন পপ গায়িকা আরিয়ানা গ্রান্ডে যার অনুরাগী ৯ কোটি ১০ লক্ষ। তবে যেভাবে গোটা বিশ্বে অরিজিতের অনুরাগের সংখ্যা বাড়ছে সেই দিন দূরে নেই যেদিন সবচাইতে প্রিয় গায়ক হয়ে উঠবেন তিনি।

প্রসঙ্গত, রিয়েলিটি শোয়ের মধ্যে দিয়েই শুরু হয়েছিল অরিজিৎ সিংয়ের গানের কেরিয়ার। শোয়ের থেকে ব্যাড পড়ে গেছিলেন তিনি। তবে সেখানেই থিম থাকেননি! ধীরে ধীরে প্রমাণ করেছেন নিজেকে। এরপর একাধিক বলিউড ছবিতে প্লেব্যাক করে আজ তার জনপ্রিয়তা গগনচুম্বী।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥