গানের জাদুকর তিনি, কণ্ঠের জাদুতেই নিমেষে মুগ্ধ করতে পারেন শ্রোতাদের। বাংলার ছেলে হলেও টলিউড থেকে বলিউড সর্বত্রই তাঁর রাজত্ত্ব। হ্যাঁ ঠিকই ধরেছেন, বিখ্যাত গায়ক অরিজিৎ সিং (Arijit Singh) এর কথাই বলছি। যে কোনো সময় অরিজিতের গান মন ভালো করে তুলতে পারে। সম্প্রতি জানা গিয়েছে সকলের প্রিয় গায়ক কলকাতায় আসছেন। আগামী ১৮ই ফেব্রুয়ারী হতে চলেছে অরিজিৎ সিংয়ের লাইভ কনসার্ট (Arijit Singh Live Consert Kolkata)।
চোখের সামনে থেকে দেখা যাবে অরিজিৎ সিংকে। এমন একটা খবর শুনে উচ্ছসিত হয়ে পড়েছিলেন সকল শ্রোতা ও অনুগামীরা। কলকাতার সল্টলেকের ইকোপার্কে অনুষ্ঠিত হতে চলেছে এই লাইভ কনসার্ট। এমন একটা সুযোগ কি আর হাতছাড়া করা যায়! শোয়ের টিকিট বিক্রি শুরু হওয়া মাত্রই হুড়মুড়িয়ে বিক্রি হচ্ছে। কিন্তু মুশকিল হল টিকিটের দাম দেখে একপ্রকার আঁতকে উঠতে হচ্ছে সকলকেই।
অনুষ্ঠানে অরিজিৎ সিংকে সামনে থেকে দেখার ইচ্ছা অনেকেরই। কিন্তু টিকিটের দাম যে ৫০ হাজার টাকা! হ্যাঁ ঠিকই দেখছেন অরিজিতের লাইভ কনসার্টের একটি টিকিটের মূল্য ৫০,০০০ টাকা। টিকিটের এমন বিশাল দাম রীতিমত শোরগোল ফেলে দিয়েছে সোশ্যাল মিডিয়াতে। দামের স্ক্রিনশট নিয়ে স্ট্যাটাস পড়ছে ফেসবুক থেকে ইনস্টাগ্রাম সর্বত্র।
অবশ্য কমদামের টিকিটও রয়েছে। শোয়ের টিকিটকে মোট ৫টি ভাগে ভাগ করা হয়েছে। যার মধ্যে সর্বনিম্ন দাম ব্রোঞ্জ ক্যাটেগরির, এই টিকিটের মূল্য ছিল ৯৯৯ টাকা। এরপর সিলভার, গোল্ড, প্ল্যাটিনাম আর সবশেষে ডায়মন্ড এভাবেই ক্রমান্বয়ে বেড়েছিল দাম। তবে বর্তমানে ব্রোঞ্জ টিকিটের মূল্যই বেড়ে হয়ে গিয়েছে ২৫০০ টাকা।
অনলাইনেই বিক্রি হচ্ছে শোয়ের, আর হুড়মুড়িয়ে বিকোচ্ছে টিকিট। তাই হয়তো সর্বনিম্ন টিকিট ৯৯৯ থেকে ১৫০০ হয়। যদিও ১২ই নভেম্বর শেষ ১৫০০ টাকায় টিকিট মিলেছিল। আজ অর্থাৎ ১৩ই নভেম্বর থেকে তা বেড়ে হয়ে গিয়েছে ২৫০০ টাকা। এছাড়া গোল্ড টিকিটের দাম লাফ দিয়ে হয়ে যায় ৪৫০০ টাকা। আর ডায়মন্ড টিকিটের দাম রেকর্ড করেছে, শুরুতে দাম ৪০,০০০ থাকলেও বর্তমানে সেটা ৫০,০০০ টাকা হয়ে দাঁড়িয়েছে।
একটা টিকিটের দাম ৫০ হাজার দেখেই আঁতকে উঠেছেন নেটিজেনরা। স্বভাবে ‘মাটির মানুষ’ হলেও তাকে দেখতে এই বিশাল অঙ্ক দিতে হবে! এই নিয়েই ট্রোলিং করেছেন অনেকে। জানা যাচ্ছে, বিশেষ এই টিকিটের জন্য দুজন প্রবেশাধিকার পাবেন। সাথে খাওয়া দাওয়া, পানীয়ের পাশাপাশি মিলবে ফ্রীতে গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা। অন্যদিকে সর্বনিম্ন ২৫০০ টাকার টিকিটে বসার জায়গা থাকবে না।