• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

বসন্তে উৎসবেও ষোলো আনা বাঙালি, প্রভাতফেরি-কীর্তনেই দোলযাত্রার শুভেচ্ছা জানালেন অরিজিৎ সিং

Published on:

Arijit Singh Holi Celebration 2023 and wish for fans video

দেশ জুড়ে মহাসমারোহে আজ ধুমধাম করে পালিত হচ্ছে রং এর উৎসব (Holi)। বলা হয় এই রঙের উৎসবে মানুষের মধ্যে ভুল বোঝাবুঝি মান-অভিমান সব মিটে গিয়ে রঙিন হয়ে ওঠে জীবন। এই বিশেষ দিনে কাছাকাছি আসে অনেক প্রিয় জন। আর যতই হোক এই রঙের উৎসব কিন্তু গান ছাড়া একেবারেই ফিকে।

আর এই মুহূর্তে আমাদের দেশের সেরা গায়কের কথা উঠলে প্রথমেই আসে বাংলার ঘরের ছেলে অরিজিৎ সিং (Arijit Singh) এর কথা। বাংলার গণ্ডি ছাড়িয়ে এখন গোটা দেশবাসী বুঁদ হয়ে থাকেন তাঁর গানের নেশায়। এ হেন সেলিব্রেটি গায়ক  অরিজিৎ সিং এর জীবনেও কিন্তু দোল অত্যন্ত গুরুত্বপূর্ণ এক উৎসব।

বলিউড,Bollywood,ভারতীয় সংগীত,Indian Music,অরিজিৎ সিং,Arijit Singh,হোলি স্পেশাল,Holi Special,গানের ভিডিও,Music Video,Arijit Singh on Holi

তবে আজকের দিনে তথাকথিত হোলি পার্টি কিংবা ঝাঁ চকচকে গ্ল্যামার ওয়ার্ল্ড থেকে দূরেই নিজের প্রিয়জনদের সাথেই রঙের উৎসব পালন করতে ভালোবাসেন জিয়াগঞ্জের ছেলে অরিজিৎ। তাঁর কাছে আজও অমলিন হয়ে রয়েছে জিয়াগঞ্জে থেকে রং খেলার স্মৃতিটুকু। আজকের হোলির দিনে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল (Viral) হয়েছে একটি মিউজিক ভিডিও (Music Video)।

এদিন সোশ্যাল মিডিয়ায় গায়কের দেওয়ালে উঠে এসেছে একটি ভিডিও। সেখানে গানে গানেই নিজের অনুরাগীদের দোলের শুভেচ্ছা জানিয়েছেন অরিজিৎ।  আসলে ভিডিওটি হল গত বছরে মুক্তি পাওয়া অরিজিতের সিঙ্গেল ‘ইয়াদে ওয়াহি’র ঝলক।

এতদিনে সকলেই জেনে গিয়েছেন এত বড় সেলিব্রেটি হয়েও বরাবরই মাটির কাছাকাছি থাকতে ভালোবাসেন অরিজিৎ সিং। এদিন ভাইরাল ভিডিওটিতে দেখা গিয়েছে নিজের এলাকার কোনো এক বনেদি বাড়ির চৌকাঠে  সাদা পাঞ্জাবি আর জিন্স পরে বসে রয়েছেন অরিজিৎ। আচমকাই একদল প্রতিবেশী ছেলে ছোকরার দোল এসে রঙে আবিরে রাঙিয়ে দিয়েছেন অরিজিৎ।

বলিউড,Bollywood,ভারতীয় সংগীত,Indian Music,অরিজিৎ সিং,Arijit Singh,হোলি স্পেশাল,Holi Special,গানের ভিডিও,Music Video,Arijit Singh on Holi

ফেলে আসা পুরনো দিনের স্মৃতিতে ডুব দিয়ে বানানো অরিজিতের হোলি স্পেশাল ওই ভিডিওটিতে কখনও উঠে এসেছে প্রভাতফেরিতে অংশ নেওয়া অরিজিতের নামসংকীর্তনের ঝলক আবার কখনও গিটার হাতে সুর তুলেছেন গায়ক। প্রসঙ্গত এদিনের ভাইরাল এই ভিডিওটির সাথে কিন্তু ক্যামেরার আড়াল থেকেই জড়িয়ে রয়েছেন অরিজিতের স্ত্রী কোয়েল সিং।  জানা যায় এই মিউজিক ভিডিয়োর প্রোডাকশন ডিজাইন থেকে কাস্টিং এমনকি আর্ট ডিজাইনেও খেত্রেও বিশেষ যোগ রয়েছে তাঁর।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥