গানবিনোদনভিডিও

লাইভ কনসার্টে হেনস্থা! গুরুতর চোট পেলেন ‘বাংলার গর্ব’ অরিজিৎ সিং

লাইভ কনসার্টে এসে ছোট পেলেন অরিজিৎ সিং, প্রিয় গায়ক আহত হওয়ার খবরে চিন্তিত ভক্তরা

বাংলার ছেলে অরিজিৎ সিংয়ের (Arijit Singh) অনুরাগী এখন সারা বিশ্বে রয়েছে। শুধুমাত্র পশ্চিমবঙ্গ অথবা ভারতের মধ্যেই সীমাবদ্ধ নেই এই গায়কের জনপ্রিয়তা। গোটা বিশ্বের মানুষ এখন তাঁর গান শোনেন। নিজের দুর্দান্ত গায়কীর মাধ্যমে সকলের মন জয় করে নিয়েছেন তিনি। তবে সেই অরিজিৎই এবার এক কনসার্টে হেনস্থার (Heckled) শিকার হলেন। গুরুতর চোটও পেয়েছেন তিনি।

অরিজিতের গান সামনে থেকে শোনার জন্য হাজার হাজার টাকা খরচ করেন সঙ্গীতপ্রেমী মানুষরা। গায়কের কনসার্টে (Concert) উপচে পড়ে শ্রোতাদের ভিড়। সম্প্রতি অউরঙ্গাবাদে (Aurangabad) অনুষ্ঠান ছিল গায়কের। সেখানেই বাঁধে বিপত্তি। অনুষ্ঠানে উপস্থিত এক শ্রোতার হাতেই হেনস্থা হতে হয় গায়ককে। সামাজিক মাধ্যমে ইতিমধ্যেই ভাইরাল হয়ে গিয়েছে সেই ভিডিও।

Arijit Singh, Arijit Singh heckled, Arijit Singh Aurangabad concert

অরিজিৎ এমন একজন গায়ক যিনি নিজের গায়কীর পাশাপাশি মাটির মানুষ সুলভ ব্যবহারের জন্যেও শ্রোতাদের মধ্যে প্রচণ্ড জনপ্রিয়। কিন্তু সেই গায়কই হেনস্থার শিকার হয়েছেন শুনে অবাক হয়ে গিয়েছেন প্রত্যেকে। এখন নিশ্চয়ই ভাবছেন ঠিক কী হয়েছে অউরঙ্গাবাদের সেই অনুষ্ঠানে?

Arijit Singh, Arijit Singh heckled, Arijit Singh Aurangabad concert

প্রিয় তারকাকে হাতের নাগালে পেলে ছুঁয়ে দেখতে চান অনেকেই। তবে অরিজিৎকে সামনে দেখে তাঁর হাত ধরে টানাটানি শুরু করেন এক শ্রোতা। বেকায়দা টানাটানির জন্য হাতে চোট পান গায়ক। সামাজিক মাধ্যমে একটি ভিডিও ভাইরাল হয়েছে। সেখানে অরিজিৎকে বলতে শোনা যাচ্ছে, তাঁর হাত কাঁপছে। তিনি হাত নাড়তে পারছেন না। যদিও এই ঘটনার পরেও মেজাজ হারাননি তিনি। বরং মার্জিতভাবেই সংশ্লিষ্ট ব্যক্তিকে বোঝাচ্ছিলেন তিনি।

অরিজিৎ বলেন, ‘আপনি এমনভাবে আমার হাত ধরে টানছেন যে ব্যথা পেয়ে এখন আমি হাতটাই নাড়াতে পারছি না। আপনি বুঝতে পারছেন না, আমি পারফর্ম না করতে পারলে আপনারাও অনুষ্ঠানটা উপভোগ করতে পারবেন না। সোজা হিসেব’। গায়কের সংযোজন, ‘আমি এখানে পারফর্ম করতেই এসেছি। সব অনুরাগীর কাছেই আমি যাব। এখানে উপস্থিত সকলকে আমি ভালোবাসি। আমি আলাদা আলাদা করে প্রত্যেকের কাছেই যাব’।

অরিজিতের হাতে এতটাই বেশি আঘাত লেগেছিল যে শেষ পর্যন্ত তাঁকে ক্রেপ ব্যান্ডেজ বাঁধতে হয়। মঞ্চের মধ্যেই প্রাথমিক চিকিৎসা করা হয় গায়কের। সম্পূর্ণ ঘটনার বিষয়ে এর থেকে বেশি কিছু এখনও জানা যায়নি। তবে সামাজিক মাধ্যম খুললেই সেই ঘটনার ভিডিও চোখে পড়ছে।

Back to top button